মহানবী (স.)-কে অবমাননা: তেহরানের ফরাসি দূতাবাস ঘেরাও
(last modified Thu, 10 Sep 2020 10:22:50 GMT )
সেপ্টেম্বর ১০, ২০২০ ১৬:২২ Asia/Dhaka

সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (স.)-কে অবমাননার প্রতিবাদে ইরান জুড়ে চলছে মিছিল-সমাবেশ। এর প্রতিবাদে তেহরানের ফরাসি দূতাবাস ঘেরাও করেছে বহু ইসলাম প্রেমিক ইরানি জনতা। গতকালও ইরানের মাশহাদ ও কোম শহরে প্রতিবাদ করতে দেখা গেছে।

স্বাস্থ্যবিধি মেনে একদল মানুষ শহরে সমবেত হন এবং ফরাসি ম্যাগাজিন শার্লি এবদোতে মহানবী (স.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা এ ধরণের পদক্ষেপ বন্ধে জোরালো পদক্ষেপের আহ্বান জানান এবং বিশ্বের সব মুসলমানকে সোচ্চার হতে বলেন। ইরানের সর্বোচ্চ নেতা এ সম্পর্কে বলেন, মহানবী (স.)-কে অবমাননা করে ক্ষমার অযোগ্য মহাপাপ করেছে ফরাসি ম্যাগাজিন।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ