এপ্রিল ২৬, ২০২১ ১৩:১৪ Asia/Dhaka
  • নির্বাচনে ভোট দিচ্ছেন একজন নারী ভোটার (ফাইল ফটো)
    নির্বাচনে ভোট দিচ্ছেন একজন নারী ভোটার (ফাইল ফটো)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের নির্বাচন কমিশন জানিয়েছে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন সময়মতোই অনুষ্ঠিত হবে, এ ক্ষেত্রে দেরি করার কোনো পরিকল্পনা তাদের নেই। আগামী ১৮ জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

ইরানের নির্বাচন কমিশনের প্রধান জামাল ওর্ফ বলেন, “চলমান আইনি প্রক্রিয়ায় নির্ধারিত সময়ে বিদ্যমান আইন অনুসারেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কাজকর্ম এগিয়ে চলেছে এবং নির্ধারিত দিনেই ভোট গ্রহণ করা হবে।”

তিনি বলেন, ইসলামি বিপ্লব বিজয়ের পর থেকে এ পর্যন্ত দেশে কোনো পরিস্থিতিতে কোনো নির্বাচন অনুষ্ঠান স্থগিত করা হয় নি এবং আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানও পেছাবে না বরং ১৮ জুনই অনুষ্ঠিত হবে। নির্বাচন পেছানো বা স্থগিত করা প্রসঙ্গে তিনি কিছু গণমাধ্যম ও রাজনৈতিক ব্যক্তিত্বের ব্যক্তিগত ধারণার কথা নাকচ করে দেন।

জামাল ওর্ফ বলেন, নির্বাচন স্থগিত করার বিষয়ে সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো পরিকল্পনা নেই। করোনা সংকটের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণ করা হবে বলে তিনি জানান।

ইরানের নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থেকে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে থাকে।#

পার্সটুডে/এসআইবি/২৬

ট্যাগ