মে ১১, ২০২১ ০৫:৫৯ Asia/Dhaka
  • ইসমাইল হানিয়া- মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইসমাইল হানিয়া- মোহাম্মাদ জাওয়াদ জারিফ

নির্যাতিত ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি সর্বাত্মক সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইরান। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার সঙ্গে এক টেলিফোনালাপে এ সমর্থন ঘোষণা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত ওই টেলিফোনালাপে আল-আকসা মসজিদে ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলা এবং রোজাদার ফিলিস্তিনি মুসল্লিদের ওপর ইহুদিবাদীদের দমন অভিযানের তীব্র নিন্দা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি ইসমাইল হানিয়াকে জানান, ফিলিস্তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ এবং ওআইসি’র মাধ্যমে সাধ্যমতো চেষ্টা চালাতে সম্মত হয়েছে ইরান ও তুরস্ক

এ সময় ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলা ও দমন অভিযানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে মোহাম্মাদ জাওয়াদ জারিফকে অবহিত করেন হামাস নেতা হানিয়া। তিনি ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ সংগ্রামের প্রতি সমর্থনের জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ সমর্থন অব্যাহত রাখতে তেহরানের প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ