জুলাই ০১, ২০২১ ১৫:০২ Asia/Dhaka
  • সাবেক অ্যাটর্নি জেনারেল এজেয়িকে বিচার বিভাগের প্রধান নিয়োগ দিলেন সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী দেশের বিচার বিভাগের উপ-প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেয়িকে বিচার বিভাগের প্রধান পদে নিয়োগ দিয়েছেন। আজ (বৃহস্পতিবার) এক ফরমানে সর্বোচ্চ নেতা এ নিয়োগ দেন।

বিচার বিভাগের বিদায়ী প্রধান আয়াতুল্লাহ ইব্রাহিম রায়িসি গত ১৮ জুন অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ইরানের অষ্টম প্রেসিডেন্ট নির্বাচিত হন। 

সর্বোচ্চ নেতার এ সংক্রান্ত ফরমানে বলা হয়েছে, সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ইরানের প্রেসিডেন্ট পদে দেশসেবা করার সুযোগ পেয়েছেন। আমি বিচার বিভাগের প্রধান পদে দায়িত্ব পালনের সময় মূল্যবান অবদানের জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে তিনি বিচার বিভাগে সংস্কার আনার জন্য বেশ কিছু মৌলিক পদক্ষেপ নিয়েছেন।

গোলামহোসেইন মোহসেনি এজেয়ি

মোহসেনি এজেয়িকে লেখা ফরমানে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আরো বলেছেন, আইন ও বিচার কাজে আপনার মূল্যবান অভিজ্ঞতা, দক্ষতা ও গভীর জ্ঞানের কথা বিবেচনা করে সংবিধানের ১৫৭ ধারা অনুযায়ী আপনাকে আমি বিচার বিভাগের প্রধান পদে নিয়োগ দিলাম।

হুজ্জাতুল ইসলাম মোহসেনি এজেয়ি বিচার বিভাগের উপ প্রধানের আগে প্রায় সাত বছর ইরানের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন।  এছাড়া, তিনি সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের শাসনামলে ইরানের গোয়েন্দামন্ত্রী ছিলেন। #

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ