জুলাই ১৪, ২০২১ ১৬:২১ Asia/Dhaka

ইসলামী প্রজাতন্ত্র ইরানের ৯০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা রয়েছে। এ কথা বলেছেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

তিনি আজ (বুধবার) মন্ত্রিসভার বৈঠকে আরও বলেছেন, ইরানের পরমাণু শিল্প অক্ষুণ্ণ রয়েছে। পরমাণু শক্তি সংস্থা প্রমাণ করেছে ইরান চাইলে ২০ ও ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে। কখনো যদি নিজেদের রিঅ্যাক্টরের জন্য ৯০ শতাংশ মাত্রার ইউরেনিয়াম প্রয়োজন হয় তাতেও সমস্যা নেই। এই সক্ষমতা আছে।

রুহানি বলেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইরান সব কিছুই করতে পারে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, পাশ্চত্য ভাবতেই পারেনি যে ফোরদু পরমাণু স্থাপনা চলমান থাকবে। তারা ভেবেছিল সর্বোচ্চ ১০০ সেন্ট্রিফিউজ সচল থাকবে। কিন্তু পুরো মাত্রায় এটি সচল রয়েছে। ইরানি জাতির প্রতিরোধ ও দৃঢ়তার কারণে এটা সম্ভব হয়েছে।

ইরান পরমাণু সমঝোতা থেকে বের না হয়ে ভালো করেছে বলে তিনি মন্তব্য করেন।

রুহানি বলেন, শত্রুদের কোনো ষড়যন্ত্রই সফল হয়নি। তারা ইরানের সরকার ব্যবস্থাকেই টার্গেট করেছিল। ইরানের অর্থনীতিতে ধস নামাতে চেয়েছিল। কিন্তু তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে।#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ