পাক পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি
‘পাক-ইরান গ্যাস পাইপলাইন প্রকল্পে বিদেশীদের নির্দেশনা মানব না’
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, প্রতিবেশী ইরান থেকে গ্যাস আমদানির প্রশ্নে বিদেশি যেকোনো হস্তক্ষেপ প্রত্যাখ্যান করবে তার দেশ।
গতকাল (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তান একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং নিজেই নিজের স্বার্থ বোঝে। আন্তর্জাতিক আইন কানুন মেনে নিজের স্বার্থ সংরক্ষণের ব্যাপারে ইসলামাবাদ প্রতিশ্রুতিবদ্ধ।
ইরানের সঙ্গে গ্যাস পাইপলাইন প্রকল্প নির্মাণের ব্যাপারে ইসলামাবাদ কী ধরনের পদক্ষেপ নিচ্ছে- এমন এক প্রশ্নের জবাব ইসহাকদার এসব কথা বলেন।
চলতি বছরের প্রথম দিকে ইসলামাবাদ সরকার ইরান সীমান্ত থেকে গোয়াদার বন্দর পর্যন্ত ৮০ কিলোমিটার পাইপলাইন নির্মাণ কাজের অনুমোদন দেয়। এর আগে ২০০৯ সালে ইরান এবং পাকিস্তানের মধ্যে এই পাইপলাইন নির্মাণের চুক্তি সই হয়। চুক্তির মেয়াদ প্রায় শেষ হওয়ার কাছাকাছি সময়ে ইসলামাবাদ চলতি বছর গ্যাস পাইপলাইন প্রকল্প নির্মাণের কাজ শুরু করার পদক্ষেপ নেয়। পাকিস্তানের এই পদক্ষেপে অসন্তুষ্ট হয়েছে মার্কিন সরকার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে দেশটি।
এপ্রিল মাসের প্রথম দিকে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু কংগ্রেসের এক শুনানিতে বলেছিলেন, গাস পাইপলাইন নির্মাণের পরিকল্পনা ঠেকানোর জন্য মার্কিন সরকার কাজ করছে।#
পার্সটুডে/এসআইবি/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।