নবীন শ্রোতার প্রথম চিঠিতে রেডিও তেহরান শোনার অনুভূতি প্রকাশ
(last modified Sat, 18 Mar 2023 12:14:10 GMT )
মার্চ ১৮, ২০২৩ ১৮:১৪ Asia/Dhaka
  • নবীন শ্রোতার প্রথম চিঠিতে রেডিও তেহরান শোনার অনুভূতি প্রকাশ

জনাব, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর অশেষ কৃপায় রেডিও তেহরান পরিবারের সকলেই ভালো আছেন। আমি রেডিও তেহরানের একজন নতুন শ্রোতা। যদিও একসময় নিয়মিত রেডিও শোনা হতো, বিশেষ করে বাংলাদেশ বেতার ও বিবিসি বাংলা'র নিয়মিত শ্রোতা ছিলাম। কিন্তু বিভিন্ন কারণে বেশ কয়েক বছর হয়ে গেল- বেতার থেকে বলা যায় একপ্রকার দূরেই ছিলাম। তবে মাঝেমধ্যে যে শোনার আগ্রহ হতো না, তা কিন্তু নয়।

এরই মধ্যে কিছু দিন আগে অধ্যাপনার সুবাধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ প্রশিক্ষণে গেলে কিশোরগঞ্জস্থ গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারি অধ্যাপক জনাব মো. শাহাদাত হোসেন স্যারের সাথে পরিচয় হয়। সৌভাগ্যক্রমে আমি আর তিনি আন্তর্জাতিক হোস্টেলের একই রুমে থাকি। প্রশিক্ষণ শেষে রুমে এসে তিনি পায়ই রেডিও শুনতেন। রাত হলে তিনি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনতেন।

একই প্রশিক্ষণে অংশ নিয়ে একই রুমে থাকার সুবাধে তাঁর সাথে আমার হৃদ্যতা গড়ে উঠে। তখন তিনি রেডিও তেহরান সম্পর্কে আমাকে বলেন। ওনার রুমমেট থাকার দরুণ আমি কয়েকদিন ওনার সাথে রেডি তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠান শুনি। এই অধিবেশনের বাংলাদেশের খবরসহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ খবরাখবর ছাড়াও রংধনু আসর, নারী: মানব ফুল, জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান, সুন্দর জীবন, সুখের নীড়, ইরাক-ইরান যুদ্ধের ইতিহাসসহ বিভিন্ন অনুষ্ঠান আমার বেশ ভালো লাগে। এর মধ্যে সুখের নীড় ও সুন্দর জীবন অনুষ্ঠান দুটি আমার খুবই ভালো লাগে ।

সুখের নীড় অসাধারণ একটি অনুষ্ঠান। জীবনকে সঠিক ও সুন্দরভাবে গড়ে তোলার জন্য এমন অনুষ্ঠান প্রত্যেক মানুষেরই শোনা উচিত। এছাড়া 'সুন্দর জীবন' শীর্ষক অনুষ্ঠানটিও আমাদের পরিবার ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 

এই অধিবেশনের অন্যান্য অনুষ্ঠানগুলো শোনার মাধ্যমে নতুন বিষয় জানার পাশাপাশি বিভিন্ন বিষয়ে জানার আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বলা যায় আমি রেডিও তেহরানের একজন নিয়মিত শ্রোতা। আজই প্রথম চিঠি লিখছি, তবে ভবিষ্যতে নিয়মিত লেখার প্রত্যাশা করি।

এমন একটি চমৎকার রেডিও চ্যানেলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য জনাব মো. শাহাদাত হোসেন স্যারকে ধ্যন্যবাদ জানাই। আশা করি, রেডিও তেহরান তাদের এই বাংলা অনুষ্ঠান প্রচার যুগ যুগ ধরে অব্যাহত রাখবে। সবশেষে রেডিও তেহরানের কলাকুশলীসহ সকল শ্রোতা ভাইবোনদের অসংখ্য ধ্যন্যবাদ।

 

 

শুভেচ্ছান্তে,

‌মো: আসাদুল্লাহ

প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ

পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ

পলাশ, নরসিংদী।