শ্রোতাদের মতামত
'অমর মনীষী আল-ফারাবি' শেষ পর্ব শোনার পর মতামত ও প্রত্যাশা
জনাব, পত্রের প্রথমেই আমার আন্তরিক প্রীতিময় শুভেচ্ছা জানাই। আশা করি আল্লাহর রহমতে সকলে কুশলে আছেন।
মুসলিম বিশ্বের গর্ব, সেরা দার্শনিক ও চিন্তাবিদ 'অমর মনীষী আল ফারাবি'র জীবন ইতিহাস এবং জ্ঞানবিজ্ঞানে তার নানা কর্মকাণ্ড ও অবদান নিয়ে রেডিও তেহরান বাংলা বিভাগ থেকে প্রচারিত ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান "অমর মনীষী আল ফারাবি"-এর চোদ্দতম অর্থাৎ শেষ পর্ব শুনলাম ২রা ডিসেম্বর, ২০২৩ তারিখে। "অমর মনীষী আল ফারাবি" ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান আমার খুবই ভালো লাগতো। অনেক গুরুত্বপূর্ণ বিষয় সমন্ধে অবগত হতে পেরেছি "অমর মনীষী আল ফারাবি" শীর্ষক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান থেকে।
ফারাবির জীবনে বিভিন্ন ভাষাশিক্ষার অভিজ্ঞতা এবং তার রচিত গ্রন্থগুলির সাথে পরিচিত হতে পেরেছি। সেই সাথে জেনেছি অনেক কিছুই। ফারাবির পরিচয় কোনো দেশ, জাতি বা এলাকার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয় বরং তিনি ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন মনীষী। হাকিম আবু নাসর ফারাবী ইরানী ও ইসলামী সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক ও লেখক এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মুসলিম বিশ্বে ফারাবির অতুলনীয় প্রতিপত্তি ও খ্যাতির কারণে তাঁর মৃত্যুর পর দর্শন ও যুক্তিবিদ্যা বা অন্য বিজ্ঞান সংক্রান্ত তার রচিত অনেক গ্রন্থের তালিকা সারা বিশ্বের বড় বড় গ্রন্থাগারগুলোতে পাওয়া যায়।
আল-কিন্দির পর দ্বিতীয় প্রবীণ এবং কারও মতে সর্বশ্রেষ্ঠ মুসলিম দার্শনিক আবু নসর আল-ফারাবী মুসলিম দর্শনের ইতিহাসে দ্বিতীয় শিক্ষক হিসেবে পরিচিত। আল-কিন্দির দার্শনিক ধারা বজায় রেখে তিনি মুসলিম দর্শনকে আরও সুষ্ঠু এবং পূর্ণরূপ দান করেন।
ফারাবি ছিলেন বিরল একজন মনীষী এবং তার সময়কাল ছিল অত্যন্ত স্পর্শকাতর। তাঁর পরবর্তী চিন্তাবিদদের চিন্তাধারায় তিনি গভীর প্রভাব রেখে যেতে সক্ষম হন। চিন্তাবিদদের ওপর ফারাবির প্রভাব এতোটাই বেশি ছিল যে বলা যায় তাঁর চিন্তাধারা দিয়ে তিনি ইসলামি সভ্যতা বিকাশের ক্ষেত্র বা পরিবেশ তৈরিতে অনেক বড় ভূমিকা রেখেছিলেন। ফারাবির চিন্তাধারার প্রধান বিষয়বস্তু ছিল ধর্ম ও দর্শনের মধ্যে সংযোগ স্থাপন। তিনি বিশ্বাস করতেন, ইসলাম ধর্ম এবং গ্রীক দর্শনের মধ্যে তেমন কোন পরস্পর বিরোধিতা নেই এবং সামান্য কিছু পার্থক্য যদি থেকেও থাকে তা একান্তই বাহ্যিক এবং সেটাকেও দার্শনিক ব্যাখ্যার মাধ্যমে সমাধান করা সম্ভব। ফারাবির উপাধি ছিল 'মোয়াল্লেম সানি' বা 'দ্বিতীয় শিক্ষক' যাকে ইসলামি দর্শনের প্রতিষ্ঠাতা হিসেবে অভিহিত করা হয়।
মুসলিম বিশ্বের গর্ব, সেরা দার্শনিক ও চিন্তাবিদ 'অমর মনীষী আল ফারাবি'র জীবন ইতিহাস এবং জ্ঞানবিজ্ঞানে তার নানা কর্মকাণ্ড ও অবদান নিয়ে রেডিও তেহরান বাংলা বিভাগ থেকে সুন্দর, আকর্ষণীয় ও বস্তুনিষ্ঠ ধারাবাহিক অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আগামীতে এইরকমই আরও জ্ঞানগর্ভ ও আকর্ষণীয় অনুষ্ঠান পাব- এ প্রত্যাশা রইলো। যদি সম্ভব হয় তাহলে কবি রুমির জীবন নিয়ে অনুষ্ঠান করার অনুরোধ ও প্রত্যাশা রইল। রেডিও তেহরান বাংলা বিভাগ থেকে প্রচারিত এমন সুন্দর সুন্দর অনুষ্ঠান আমার কাছে অনুপ্রেরণার চাবিকাঠি, তাই রেডিও তেহরানের অনুপ্রেরণাতেই আমার আগামী প্রত্যাশা।
আবারও কথা হবে ইনশাআল্লাহ। ত্রুটি মার্জনা করবেন। সবাই ভালো থাকবেন। সুন্দর ও সুস্থ থাকবেন। আবারও প্রীতিময় শুভেচ্ছা রইলো। খোদা হাফেজ।
মহ: হাফিজুর রহমান
চুপী মিলন সংঘ
গ্রাম ও পোস্ট: চুপী, ভায়া: পূর্বস্থলী
জেলা: বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/৬