ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের
উপমহাদেশে সংকট: ভারতের বিরুদ্ধ পাকিস্তানের ‘বুনইয়ানুন-মারসুস’ অভিযান
পার্স টুডে: দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় অনেক দেশ উদ্বেগ প্রকাশ করে উভয় পক্ষকে সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছে।
ফরাসি বার্তা সংস্থা (এএফপি) জানিয়েছে, চীন উভয় দেশকে স্পষ্টভাবে সতর্ক করে বলেছে, তারা যেন আর উত্তেজনা না বাড়ায়। তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান তার আকাশসীমা রোববার দুপুর পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ভারত পাকিস্তানের বিমান ঘাঁটিতে একাধিক বিমান হামলা চালানোর পর পাকিস্তান এই সিদ্ধান্ত নেয়।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দার শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-কে বলেছেন, উত্তেজনা নিরসনে প্রথম পদক্ষেপ নেওয়ার দায়িত্ব ভারতের। জিও নিউজকে ইসহাক দার বলেন, রুবিও'র সঙ্গে কথোপকথনে আমি বলেছি বল এখন ভারতের কোর্টে। যদি ভারত তার সামরিক কার্যক্রম বন্ধ করে, তবে পাকিস্তান শান্তিপূর্ণ সমাধান বিবেচনা করবে।"
এদিকে, ভারতীয় মিডিয়া জানিয়েছে, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে শক্তিশালী বিস্ফোরণ হয়েছে এবং একটি "ক্ষেপণাস্ত্র-সদৃশ বস্তু" এলাকার বিখ্যাত পর্যটন স্পট ডাল লেকের গভীরে পড়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু অঞ্চলে পাকিস্তানের হামলায় শনিবার সকালে পাঁচ জন নিহত হয়েছে।
অন্যদিকে, পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি দাবি করেছে, "অপারেশন বুনিয়ানুন মারসুস"-এর অংশ হিসেবে ভারতের বিদ্যুৎ গ্রিড একটি সাইবার হামলার শিকার হয়েছে।
আল জাজিরা জানিয়েছে, পাকিস্তানের সিয়ালকোটে "তীব্র সংঘাত" চলছে। লাহোর ও করাচির বাসিন্দারা জনবহুল এলাকার কাছে বিস্ফোরণের আওয়াজ শোনার কথা জানিয়েছেন।
পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, গত ৪৮ ঘণ্টায় তারা কমপক্ষে ৭৭টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
দক্ষিণ এশিয়া বিশ্লেষক মাইকেল কুগেলম্যান আল জাজিরাকে বলেছেন, "তারা আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেনি, কিন্তু কার্যত যুদ্ধে লিপ্ত। শত্রুতা বাড়ছে, এবং আমরা দেখছি ভারতের নতুন হামলার পর পাকিস্তান প্রায় সঙ্গে সঙ্গেই জবাব দিয়েছে।"
গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যে জাতীয় কমান্ড অথরিটি (এনসিএ)-এর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। এনসিএ পাকিস্তানের পারমাণবিক নীতি ও কমান্ড-কন্ট্রোলের জন্য দায়ী, এবং সাধারণত যুদ্ধকালীন পরিস্থিতিতেই এই বৈঠক হয়।
এদিকে, শ্রীনগর থেকে সংবাদদাতা ওমর মেহরাজ আল জাজিরাকে জানিয়েছেন, স্থানীয় সময় ভোর ৫:৪৫-এ (গ্রিনিচ ২৩:৪৫) ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দারা নিয়ন্ত্রণ রেখা (এলওসি) এর কাছে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, "পাকিস্তানের হাতে সব বিকল্প খোলা আছে।"
আল জাজিরা জানিয়েছে, জি-৭ গ্রুপ সতর্ক করেছে যে, ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনা "আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি"।
ভারতীয় সেনাবাহিনী ভোররাতে ঘোষণা করেছে যে তারা সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন শুরু করেছে। গার্ডিয়ান জানিয়েছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার ২০২৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ৩২টি পদাতিক ব্যাটালিয়নের মধ্যে ১৪টি সক্রিয় করার নির্দেশ দিয়েছে।#
পার্সটুডে/এমএআর/১০