ব্রিকস নেতাদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে কী আলোচনা হলো?
(last modified Mon, 07 Jul 2025 11:29:52 GMT )
জুলাই ০৭, ২০২৫ ১৭:২৯ Asia/Dhaka
  • ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
    ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

পার্স টুডে - ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি বা ব্রিকস জোটের ১৭ তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্রাজিল সফর করেছেন। ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে এই শীর্ষ সম্মেলন শুরু হয় গত ৪ জুলাই শুক্রবার এবং শেষ হয় শনিবার। এবারের এই সম্মেলনের স্লোগান ছিল 'শান্তি নিরাপত্তা ও বিশ্ব ব্যবস্থার সংস্কার'।  

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি এই সম্মেলনে যোগ দিতে ব্রাজিল সফর করেন। সম্মেলনে তাঁকে স্বাগত জানান ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দি সিলভা। 

রাশিয়া

এই সম্মেলনের অবকাশে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও কথা বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তাঁর দেশের উপর সাম্প্রতিক ইসরাইলি ও মার্কিন আগ্রাসনের স্বাভাবিক প্রতিক্রিয়া সম্পর্কে মন্তব্য করেন। তিনি বলেছেন, ইরান এইসব আগ্রাসনের অত্যন্ত শক্তিশালী জবাব দিতে বাধ্য হয়েছে । তিনি আগ্রাসীদের জবাবদিহিতার উপরও গুরুত্ব আরোপ করেন। সাইয়েদ আব্বাস আরাকচি এ প্রসঙ্গে আরো বলেছেন, মার্কিন ও ইসবাইলি আগ্রাসন জাতিসংঘের লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা, কূটনীতি এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য দেশগুলোর ওপর ধ্বংসাত্মক আঘাত হেনেছে। আর এরই প্রেক্ষাপটে বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও বিশ্বের অন্যান্য সরকার গুলোর দায়িত্বের কথা তিনি স্মরণ করিয়ে দেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শান্তিপূর্ণ লক্ষ্যে পরিচালিত ইরানের পরমাণু স্থাপনাগুলোসহ এই দেশটির উপর সাম্প্রতিক বিভিন্ন হামলাকে অবৈধ বলে উল্লেখ করেন এবং এসব হামলায় তাঁর দেশে নিন্দার কথাও উল্লেখ করেছেন। তিনি এ অঞ্চলে উত্তেজনা ও নিরাপত্তাহীনতা বৃদ্ধি রোধ করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের উপর জোর দেন। আর এর অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে রাশিয়া আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কাজ করতে প্রস্তুত বলে তিনি জানান।

ভারত

এ সম্মেলনের অবকাশে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয় সংকরও ইরানের পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেছেন ও কথা বলেছেন। তাঁরা দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয় এবং ইরানের ওপর মার্কিন ও ইসরাইলি আগ্রাসনসহ আন্তর্জাতিক নানা পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন।

ব্রাজিল

ব্রিকসের শীর্ষ সম্মেলনের অবকাশে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী এম ভিয়িরা ইরানের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও আলাপ করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই সাক্ষাতে বিশ্ব ব্যবস্থায় কয়েক মেরুকরণ ও আইনের শাসন প্রতিষ্ঠার ব্যাপারে এই জোটের ভূমিকা উপর গুরুত্ব আরোপ করেছেন। এছাড়াও তিনি ইরান ও ব্রাজিলের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা ও আন্তর্জাতিক সংস্থাগুলোর আওতায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ভিয়িরাও ইরানের সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতার বিরুদ্ধে আগ্রাসন এবং বিশেষ করে ইরানের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনাগুলোর উপর আগ্রাসনের বিরুদ্ধে তাঁর দেশের তীব্র নিন্দার কথা উল্লেখ করেছেন । তিনি বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপরও গুরুত্ব আরোপ করেছেন।

তুরস্ক তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও এই সম্মেলনের অবকাশে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ও কথা বলেছেন। এই আলোচনায় তাঁরা ইরান-তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি ও বিশেষ করে ইরানের উপর সাম্প্রতিক মার্কিন ও ইসরাইল হামলা সম্পর্কেও কথা বলেছেন। তারা এ বৈঠকে অধিকৃত ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা বন্ধ করা ও নানা ধরনের নৃশংস অপরাধের জন্য ইহুদিবাদী ইজরাইলকে শাস্তি দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন।

মিশর ও চীন

মিশর ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরাও এ বৈঠকের অবকাশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ ও নানা বিষয়ে মতবিনিময় করেছেন।#

পার্স টুডে/এমএএইচ/এমএআর/০৭