ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনের হামলা, সব ফ্লাইট বাতিল
https://parstoday.ir/bn/news/west_asia-i150260-ইসরাইলের_বেন_গুরিয়ন_বিমানবন্দরে_ইয়েমেনের_হামলা_সব_ফ্লাইট_বাতিল
ইয়েমেনের সশস্ত্র বাহিনী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরসহ ইসরাইলের কয়েকটি শহরে ১১টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে একটি সফল অভিযান চালিয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুলাই ০৭, ২০২৫ ১৮:৪৮ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি
    ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি

ইয়েমেনের সশস্ত্র বাহিনী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরসহ ইসরাইলের কয়েকটি শহরে ১১টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে একটি সফল অভিযান চালিয়েছে।

ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি আজ (সোমবার) জানিয়েছেন, "আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইহুদিবাদী আগ্রাসন সফলভাবে মোকাবেলা করেছে এবং ইয়েমেনের কয়েকটি শহরকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে।"

তিনি বলেন, আগ্রাসনে অংশ নেওয়া কয়েকটি যুদ্ধবিমানকে আকাশসীমা থেকে হটিয়ে দিয়ে ওই পাল্টা অভিযান চালানো হয়, যাতে তারা আর হামলা চালাতে না পারে। পাল্টা আক্রমণটি স্থানীয়ভাবে তৈরি কয়েকটি ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র দিয়ে পরিচালিত হয়েছে।" 

ইয়াহিয়া সারিয়ি ব্যাখ্যা করে বলেন, ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিট ইসরাইলি আগ্রাসনের প্রতিশোধ নিতে এবং নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে এই যৌথ সামরিক অভিযান চালিয়েছে।

তিনি জানান, তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে একটি "প্যালেস্টাইন ২" হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আশদোদ বন্দর ও দখলকৃত আশকেলন অঞ্চলের বিদ্যুৎ কেন্দ্রে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ইলাত বন্দরে আটটি ড্রোন আঘাত হেনেছে।

সারিয়ি বলেন, "ইয়েমেনি সশস্ত্র বাহিনী নিশ্চিত করেছে যে, ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো সফলভাবে তাদের লক্ষ্যে পৌঁছেছে এবং ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো আটকাতে ব্যর্থ হয়েছে।”

তিনি সতর্ক করে বলেন, “ইয়েমেনের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের জন্য অপরাধী শত্রুদের বড় মূল্য দিতে হবে। এই ধরনের হামলা ইয়েমেনিদের আরও বেশি প্রতিরোধে উদ্বুদ্ধ করবে।”

ইয়াহিয়া সারিয়ি জোর দিয়ে বলেন, ইয়েমেনের নিষ্ঠাবান জনগণ, বিশ্বস্ত নেতৃত্ব ও সংগ্রামরত সেনাবাহিনী শত্রুর সমস্ত সামরিক পরিকল্পনা ব্যর্থ করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত।

এদিকে, ইসরাইলের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগমন ও বহির্গমনের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে।

প্যান-আরব মিডিয়া জানায়, ইসরাইলি অধিকৃত অঞ্চলসমূহ কার্যত আন্তর্জাতিক বিমান চলাচল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।#

পার্সটুডে/এমএআর/৭