ইরানের সঙ্গে যুদ্ধে কয়জন ইহুদিবাদী গৃহহীন হয়েছে?
(last modified Mon, 07 Jul 2025 10:16:07 GMT )
জুলাই ০৭, ২০২৫ ১৬:১৬ Asia/Dhaka
  • ইরানের সঙ্গে যুদ্ধে কয় জন ইহুদিবাদী গৃহহীন হয়েছে?
    ইরানের সঙ্গে যুদ্ধে কয় জন ইহুদিবাদী গৃহহীন হয়েছে?

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে ১২ দিনের যুদ্ধে দখলদার ইসরাইলের অবকাঠামো এবং আবাসন মার্কেট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে।

ইসরাইলি মিডিয়া সম্প্রতি ঘোষণা করেছে, ইরান এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে ১২ দিনের যুদ্ধে হাইফা, রামাতগান এবং অধিকৃত উত্তরাঞ্চলের ১৫০ টিরও বেশি ভবন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এবং সেগুলো ভেঙে ফেলতে হবে।

পার্সটুডে জানিয়েছে, এসব গণমাধ্যমের পরিসংখ্যান অনুযায়ী ১৮ হাজারের বেশি ইসরাইলি গৃহহীন হয়ে পড়েছে।

ইসরাইলি সরকারের বীমা প্রতিষ্ঠান এবং সহায়তা সংস্থাগুলোর কাছে ক্ষতিপূরণের জন্য ৪১ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। এসব আবেদন থেকে ইসরাইলের সম্পদের ক্ষতি সম্পর্কে ধারণা পাওয়া যায়।  

এছাড়া, দখলদার ইসরাইলের মন্ত্রিসভা হোটেল এবং অস্থায়ী আবাসন কেন্দ্রগুলোতে শরণার্থীদের বিনামূল্যে থাকার সময়সীমা বাড়াতে বাধ্য হয়েছে, এ কারণেও প্রতিদিন বিশাল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে।

ইরানের সঙ্গে এই যুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের অর্থনৈতিক, সামরিক এবং অবকাঠামোগত ক্ষতির পরিমাণ ১১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এবং পুনর্নির্মাণে কয়েক বছর সময় লাগবে।

দখলদার ইসরাইলের একজন বাসিন্দা জানিয়েছেন, 'এই মাসের মাঝামাঝি পর্যন্ত আমরা হোটেলে থাকতে পারব এবং আমাদের দ্রুত একটি বাড়ি খুঁজে বের করতে হবে। কেউ আপনাকে আপনার গন্তব্য খুঁজে পেতে সাহায্য করবে না। এক মাস আগে দাম ছিল চার হাজার শেকেল এবং এখন তা বেড়ে সাড়ে সাত হাজার শেকেলে পৌঁছেছে। রাস্তায় জীবনযাপন করতে হতে পারে, এটাই এখন সবচেয়ে বড় ভয়।'#

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।