আলোচনার টেবিলে বোমা মেরে কূটনীতি ধ্বংস করেছে আমেরিকা: ইরানের প্রেসিডেন্ট
(last modified Mon, 07 Jul 2025 14:29:07 GMT )
জুলাই ০৭, ২০২৫ ২০:২৯ Asia/Dhaka
  • পেজেশকিয়ান
    পেজেশকিয়ান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ষষ্ঠ দফা বৈঠকের আগে যখন আমরা কার্যত আলোচনার মধ্যেই ছিলাম তখন আমেরিকা বাস্তবিক অর্থে আলোচনার টেবিলে বোমা মেরে কূটনীতি ধ্বংস করে দিয়েছে।

আমেরিকার সাংবাদিক টাকার কার্লসনের সাথে এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

তিনি এ সাক্ষাৎকারে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে সহযোগিতা, ইহুদিবাদী ইসরাইলের সাথে সাম্প্রতিক যুদ্ধ এবং আমেরিকার সাথে সম্ভাব্য আলোচনা পুনরায় শুরু করার ক্ষেত্রে ইরানের শর্তাবলী সম্পর্কে তার সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন।  

সাম্প্রতিক যুদ্ধ সম্পর্কে পেজেশকিয়ান বলেছৈন, 'আমরা যুদ্ধ শুরু করিনি এবং আমরা এটি চালিয়েও যেতে চাই না। আমি যেদিন থেকে দায়িত্ব গ্রহণ করেছি, সেদিন থেকে আমার মূলনীতি ছিল দেশের ভেতরে ঐক্য গড়ে তোলা এবং আমাদের প্রতিবেশী তথা গোটা বিশ্বের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করা।

ইরানের শান্তিপূর্ণ কর্মসূচির বিরুদ্ধে নানা অভিযোগ প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট বলেন, বাস্তবতা হলো নেতানিয়াহু ১৯৯২ সাল থেকে এটা তুলে ধরার চেষ্টা করছে যে, ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতায় আসা প্রত্যেক প্রেসিডেন্টের মাথাতেও এই একই জিনিস ঢোকানোর চেষ্টা করেছে। তিনি আমেরিকার প্রেসিডেন্টদের মাথার মধ্যে এই মিথ্যাটি স্থাপন করার চেষ্টা করেছেন যে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টায় আছে।

তিনি আরও বলেন, আমরা কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে চাই নি, এখনও চাচ্ছি না এবং ভবিষ্যতেও তা করব না। এটা সর্বোচ্চ নেতার আদেশ এবং ফতোয়া। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে আমাদের পূর্ণ সহযোগিতা করেছি, কিন্তু দুঃখজনকভাবে তাদের আচরণের কারণে এই প্রক্রিয়া ব্যাহত হয়েছে।

পেজেশকিয়ান বলেন, যে সংকট তৈরি হয়েছে তা কাটিয়ে উঠার পর আবারও আলোচনা সম্ভব হতে পারে, তবে আলোচনা অব্যাহত রাখার ক্ষেত্রে একটি শর্ত হলো আলোচনা প্রক্রিয়ার ওপর আস্থা-বিশ্বাস তৈরি করা।#

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।