'প্রিয়জনসহ রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠান এখন খুবই প্রাণবন্ত'
https://parstoday.ir/bn/news/letter-i85343
সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরান-এর একজন একনিষ্ঠ শ্রোতা হিসেবে আমি গর্বিত।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৫, ২০২০ ১১:২৯ Asia/Dhaka
  • 'প্রিয়জনসহ রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠান এখন খুবই প্রাণবন্ত'

সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরান-এর একজন একনিষ্ঠ শ্রোতা হিসেবে আমি গর্বিত।

কালের খেয়ায় যা কিছু চির সত্য, সুন্দর যা কিছু কল্যাণকর তা হয়তো সাময়িক সময়ের জন্য সামাজিক ও বৈশ্বিক নানা অসামঞ্জস্যতার কারণে থমকে যেতে পারে। তবে তা সময়ের পরিক্রমায় সুর্যের মতো আঁধার ভেদ করে আলো ছড়াবেই। ঠিক তেমনি রেডিও তেহরান তার সততা ও বস্তুনিষ্ঠতা এবং শ্রোতাদের ভালোবাসার কারণে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে শর্টওয়েভ প্রচার তরঙ্গে।

শ্রোতারা পুনরায়  ব্যাপক ও স্বতঃস্ফূর্তভাবে রেডিওমুখী হয়েছে রেডিও তেহরানের মাধ্যমে। নতুন -পুরোনো লাখো শ্রোতার চিঠি ও মেইলসহ রেডিও তেহরানের ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপসহ রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠান এখন খুবই প্রাণবন্ত। বিশেষ করে চিঠিপত্র ও মেইলের জবাবের অনুষ্ঠান প্রিয়জন এখন শ্রোতাপ্রিয়তার তুঙ্গে।

এর মূল কারণ হলো শ্রোতাদের সকল চাওয়া- পাওয়ার প্রতিদান রেডিও তেহরান সবসময় দিয়ে থাকে। তাছাড়া রেডিও তেহরানের ব্রডকাস্ট জার্নালিস্ট আশরাফুর রহমানের আন্তরিকতা, শ্রম আর শ্রোতাদের প্রতি তার ভালোবাসার কারণেই শ্রোতারা এখন রেডিও তেহরানকে আঁকড়ে ধরেছে নতুন করে।

আমার বিশ্বাস, রেডিও তেহরানকে অনুসরণ করে অন্যান্য বেতারগুলো আবারো শর্টওয়েভে অনুষ্ঠান প্রচারে উদ্যোগী হবে। তো আজ এখানেই ইতি টানছি।

 

শুভেচ্ছান্তে, 

হারুন অর রশীদ 

সভাপতি, জাগো রেডিও লিসেনার্স ক্লাব। 

গ্রামঃ পূর্ব নলছিয়া, পোঃ বিনোদটঙ্গী 

থানাঃ মাদারগঞ্জ, জেলাঃ জামালপুর, বাংলাদেশ। 

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।