মার্চ ২৪, ২০২২ ১৮:২৭ Asia/Dhaka
  • জেনারেল সাবেথ জাওয়াশ
    জেনারেল সাবেথ জাওয়াশ

ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত ও সৌদি সমর্থিত শীর্ষ পর্যায়ের গেরিলা কামন্ডার মেজর জেনারেল সাবেথ জাওয়াশ ও তার সঙ্গী চার সেনা নিহত হয়েছেন। ইয়েমেনের এডেন বন্দর এলাকার আল-মদিনা আল-খাজরা গ্রামে গাড়ি বোমা বিস্ফোরণে তারা মারা যান।

একজন স্থানীয় সরকারি কর্মকর্তা মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, জেনারেল জাওয়াশ ব্যক্তিগত সফর থেকে ফেরার সময় এডেন শহরের উপকণ্ঠে রাস্তার পাশে পেতে রাখা বোমার আঘাতে মারা যান। এডেন থেকে সম্প্রচারিত আরবি ভাষার টেলিভিশন চ্যানেল এআইসি তার মৃত্যুর খবর প্রচার করে এবং তার গাড়ি আগুনে পুড়ে যাওয়ার ভিডিও দেখায়।

বোমার বিস্ফোরণে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় জেনারেল জাওয়াশের গাড়ি

কারা এই হামলা চালিয়েছে তা পরিষ্কার নয়। কেউ হামলার দায়িত্ব স্বীকার করে নি। ইয়েমেনের বন্দী বিষয়ক ন্যাশনাল কমিটির প্রধান আবদুল কাদের আল-মোরতাজা সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে জানিয়েছেন যে, মেজর জেনারেল সাবেথ জাওয়াশ নিহত হয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/২৪

ট্যাগ