মে ২৬, ২০২২ ১৮:০৪ Asia/Dhaka
  • আল-আকসা মসজিদে হামলা
    আল-আকসা মসজিদে হামলা

আল-আকসা মসজিদ থেকে সেনাদের প্রত্যাহার করে নিয়েছে ইহুদিবাদী ইসরাইল। আকসা মসজিদে হামলা চালিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনীকে আহত করার পর ইসরাইলি সেনারা ওই এলাকা থেকে পিছু হটে গেছে।

মুসলমানদের প্রথম কিবলা পবিত্র আল-আকসা মসজিদ সমৃদ্ধ শহর বায়তুল মোকাদ্দাস ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ। এই আকসা মসজিদ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্র তিনটি স্থাপনার একটি।

বায়তুল মোকাদ্দাস শহরের ইসলামী-ফিলিস্তিনি পরিচয়ের মূল প্রতীক আল-আকসা। ইসলামি পরিচয় মুছে দিতে দখলদার ইহুদিবাদী ইসরাইল পবিত্র এই মসজিদ এবং এই শহরকে টার্গেট করে ধ্বংসযজ্ঞ চালিয়ে এসেছে।

আল-আকসা মসজিদের পরিচালক ওমর আল-কাসওয়ানির বরাত দিয়ে বার্তা সংস্থা আল-মায়াদিন জানিয়েছে, ফিলিস্তিনি যুবকরা যথারীতি মসজিদুল আকসা কমপ্লেক্সে দখলদারদের প্রতিহত করে যাচ্ছে।

আল-কাসওয়ানি বলেন: দখলদাররা আকসা মসজিদ এবং পুরোনো মোসাল্লা অবরোধ করে রেখেছে। কিন্তু আমরা আমাদের প্রথম কেবলাকে কোনোভাবেই ভাগ করতে দেবো না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মসজিদুল আকসা রক্ষায় মসজিদের দিকে এগিয়ে আসতে সকল ফিলিস্তিনির প্রতি আহ্বান জানান আল-কাসওয়ানি।

ফিলিস্তিনি সূত্র জানিয়েছে ইহুদিবাদী ৭৬২ সেনা আজ মাসজিদুল আকসায় হামলা চালায়। ওই হামলায় কমপক্ষে ২০ ফিলিস্তিনি আহত হয়েছে। এদিকে আল-জাজিরা জানিয়েছে, হামলার ঘটনার পর দখলদার সেনারা মাসজিদুল আকসা কমপ্লেক্স থেকে পিছু হটে গেছে। অধিকৃত কুদসসহ মাসজিদুল আকসার আশেপাশের এলাকায় গেল রমজান মাসের শুরু থেকে ইহুদিবাদী সেনারা হামলা চালিয়ে আসছে। ইহুদিবাদী সেনাদের সেই হামলা এখনও অব্যাহত রয়েছে।#

পার্সটুডে/এনএম/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ