জুলাই ১০, ২০২২ ১৮:৪৮ Asia/Dhaka
  • শেখ ইকরামা সাবরি
    শেখ ইকরামা সাবরি

ইহুদিবাদী বসতির অধিবাসীরা ইসরাইলি সামরিক বাহিনীর সহায়তায় আল-আকসা মসজিদে হামলা চালিয়েছে। ওই হামলায় কয়েক ডজন ইহুদিবাদী সেনা ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের সাহায্য করে।

বায়তুল মোকাদ্দাস শহরের ইসলামী-ফিলিস্তিনি পরিচয়ের প্রধান প্রতীক হলো আল-আকসা মসজিদ। আর ওই মসজিদই সবসময় দখলদারদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইহুদিবাদী বসতির অধিবাসীরা ইসরাইলের সামরিক সমর্থন নিয়ে "আল-আকসা মসজিদে" টানা কয়েকদিন ধরে আক্রমণ চালিয়ে আসছে। ফিলিস্তিন আল-ইয়াওম জানিয়েছে, ইহুদিবাদী বসতির অধিবাসীরা আজ মাসজিদুল আকসা কমপ্লেক্সে ঢুকে ইসলাম-বিরোধী উস্কানিমূলক শ্লোগান দিতে থাকে। বর্বরোচিত ওই ঘটনাকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের সঙ্গে ইহুদিবাদীদের সংঘর্ষ বেধে যায়।

স্থানীয় সূত্র জানিয়েছে, ইসরাইলি সামরিক বাহিনীর পৃষ্ঠপোষকতায় ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের একটি দল আল-খালিল শহরের জাবের মহল্লায় ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়। তার আগে গতরাতে আল-আকসা মসজিদের একটি গেটের কাছে ইহুদিবাদী সেনারা দুই ফিলিস্তিনি যুবককে আটক করে।

ইতোপূর্বে আল-আকসা মসজিদের খতিব শেখ ইকরামা সাবরি বলেছেন: আল-আকসা মসজিদে দখলদার ইহুদিবাদীদের পরিকল্পনা কোনোদিন বাস্তবায়িত হবে না। ফিলিস্তিনিরা অবৈধ ইহুদিবাদী ইসরাইলকে এই মসজিদের কোনও অংশই নিয়ন্ত্রণ করতে দেবে না।#

পার্সটুডে/এনএম/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ