মে ০৭, ২০২৪ ১৭:৩৮ Asia/Dhaka
  • নিহত দুই ইসরাইলি সেনা
    নিহত দুই ইসরাইলি সেনা

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র ড্রোন হামলায় ইহুদিবাদী ইসরাইলের আরো দুই রিজার্ভ সেনা নিহত হয়েছে। গতকাল (সোমবার) বিকেলে উত্তর ইসরাইলের মেতুলার একটি সামরিক অবস্থানে ওই ড্রোন হামলা হয়। আজ ইসরাইলি বাহিনী দুই সেনা নিহতের খবর স্বীকার করেছে।

ইসরাইলের দখলদার সেনারা বলেছে, তারা বিস্ফোরক বোঝায় হিজবুল্লাহর ড্রোনটি ভূপাতিত করার চেষ্টা করেছে কিন্তু তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে এবং শেষ পর্যন্ত ড্রোনটি সেনাদের ওপর আঘাত করে। এতে ওই দুই সেনা মারা যায়। 

নিহত দুই সেনার পরিচয় তুলে ধরেছে টাইমস অব ইসরাইল। তাদের একজন হলো মাস্টার সার্জেন্ট ডান কামকাজি এবং অন্যজন মাস্টার সার্জেন্ট নাহমান নাতান হারেৎজ। দুজনেরই বয়স ৩১ বছর।

ড্রোন  হামলায় আরেক সেনা আহত হয়েছে। হিজবুল্লাহ হামলার দায়িত্ব স্বীকার করেছে। এর আগে হিজবুল্লাহ অধিকৃত গোলান মালভূমির সামরিক ঘাঁটি লক্ষ্য করে একসাথে অন্তত ৩০টি রকেট ছোঁড়ে।# 

পার্সটুডে/এসআইবি/এমএআর৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ