আইআরআইবি ভবনে ইহুদিবাদী আগ্রাসনকে ‘কাপুরুষতা’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i149956-আইআরআইবি_ভবনে_ইহুদিবাদী_আগ্রাসনকে_কাপুরুষতা’_বললেন_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) সদর দপ্তরে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন,”এই আক্রমণ কাপুরুষতার চরম বহিঃপ্রকাশ। যখন তারা প্রকৃত যুদ্ধক্ষেত্রে সফল হতে পারে না, তখন তারা এমন একটি বেসামরিক কেন্দ্রে হামলা করে যার একমাত্র লক্ষ্য সত্য প্রকাশ করা।“
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুন ১৭, ২০২৫ ১৬:৫১ Asia/Dhaka
  • সাইয়্যেদ আব্বাস আরাকচি
    সাইয়্যেদ আব্বাস আরাকচি

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) সদর দপ্তরে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন,”এই আক্রমণ কাপুরুষতার চরম বহিঃপ্রকাশ। যখন তারা প্রকৃত যুদ্ধক্ষেত্রে সফল হতে পারে না, তখন তারা এমন একটি বেসামরিক কেন্দ্রে হামলা করে যার একমাত্র লক্ষ্য সত্য প্রকাশ করা।“

তিনি জোর দিয়ে বলেন, আইআরআইবিতে হামলা ইসরাইলের “ক্রমবর্ধমান হতাশা” প্রকাশ করেছে। তারা বিশ্বাস করত যে, আমাদের কমান্ডারদের হত্যা করে বা নির্দিষ্ট কিছু স্থাপনা লক্ষ্য করে, ইসলামী প্রজাতন্ত্র এতটাই দুর্বল হয়ে পড়বে যে, আমরা আত্মসমর্পণ করব। কিন্তু তারা ইরানি জাতিকে বোঝেনি কিংবা চেনেনি।“

ইরানের অতীত সংগ্রামের কথা উল্লেখ করে আরাকচি আরও বলেন, দেশটি ইরাকের বিরুদ্ধে আট বছর ধরে লড়াই করেছে এবং বীরত্বের সাথে ভূমি রক্ষা করেছে। এছাড়া, অসংখ্য নিষেধাজ্ঞা এবং চাপ সহ্য করেছে।

ইরানের এই শীর্ষ কূটনীতিক আরও বলেন,  “শত্রুদের বুঝতে হবে যে, তারা সামরিক উপায়ে কোনও সমাধানে পৌঁছাতে পারে না। তারা জোর করে বা হুমকি দিয়ে ইরানি জাতিকে তাদের দাবি মেনে নিতে বাধ্য করতে পারে না।"

আইআরআইবির সদর দপ্তরে ইসরাইলি আগ্রাসন

গতকাল (সোমবার) রাজধানী তেহরানে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার একটি ভবন লক্ষ্য করে ইসরাইলি বাহিনী নতুন করে আগ্রাসন চালায়। কমপক্ষে চারটি বোমা হামলায় আইআরআইবি’র সংবাদ বিভাগের কেন্দ্রীয় ভবনে আঘাত হানে, যখন সরাসরি সংবাদ সম্প্রচার চলছিল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রীয় সম্প্রচারক মাধ্যমের উপর আগ্রাসনকে "যুদ্ধাপরাধ" বলে নিন্দা জানিয়েছে এবং জাতিসংঘকে ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

কাপুরুষোচিত আগ্রাসনে  আইআরআইবি সংবাদ বিভাগের দুই কর্মী শহীদ হয়েছেন। তাদের মধ্যে আইআরআইবি’র সম্পাদক নিমা রাজাবপুরও রয়েছেন।#

পার্সটুডে/এমএআর/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।