সেপ্টেম্বর ০৪, ২০২২ ০৯:০৩ Asia/Dhaka
  • সিরিয়ায় ইসরাইলি বিমান হামলার সময় সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া (ফাইল ছবি)
    সিরিয়ায় ইসরাইলি বিমান হামলার সময় সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া (ফাইল ছবি)

রাশিয়া সিরিয়ার মধ্য ও পশ্চিমাঞ্চল থেকে ইরানি সামরিক উপদেষ্টাদের সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে বলে সৌদি মালিকানাধীন একটি পত্রিকা যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে ইরানি বার্তা সংস্থা নূর নিউজ।

সৌদি মালিকানাধীন পত্রিকা আশ-শারকুল আউসাত শুক্রবার দাবি করেছিল, সিরিয়ার মধ্য ও পশ্চিমাঞ্চলে ইসরাইল কয়েক দফা বিমান হামলা চালানোর পর ওইসব এলাকা থেকে সেনা প্রত্যাহার করার জন্য তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে মস্কো।

এ সম্পর্কে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ পরিচালিত নূর নিউজ বলেছে, “আশ-শারকুল আউসাত পত্রিকায় প্রকাশিত রিপোর্টটি মিথ্যা এবং রাশিয়া এ ধরনের কোনা অনুরোধ ইরানকে জানায়নি। এছাড়া, ইহুদিবাদী ইসরাইলি হামলার বিষয়টিকেও অতিরঞ্জিত করে দেখানো হয়েছে।”

নূর নিউজ আরো বলেছে, সিরিয়ায় তৎপর উগ্র জঙ্গিদের মনোবল চাঙ্গা করার পাশাপাশি ইহুদিবাদী ইসরাইলকে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা  প্রক্রিয়ায় একটি ‘প্রভাবশালী খেলোয়াড়’ হিসেবে তুলে ধরার লক্ষ্যে এ ধরনের মিথ্যাচার করা হয়েছে। ইরানি বার্তা সংস্থাটি বলেছে, কিন্তু আশ-শারকুল আউসাত পত্রিকায় প্রকাশিত খবরের সঙ্গে সিরিয়ার চলমান বাস্তবতার কোনো মিল নেই।

নূর নিউজ আরো বলেছে, সিরিয়া সরকারের অনুরোধে দেশটিতে শুধুমাত্র সামরিক উপদেষ্টা পাঠিয়েছে ইরান। সন্ত্রাসবিরোধী যুদ্ধে ইরান, সিরিয়া ও রাশিয়ার সহযোগিতা পূর্ণ মাত্রায় অব্যাহত থাকবে বলেও জানিয়েছে নূর নিউজ।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ