মার্চ ০৭, ২০২৩ ১৯:০৫ Asia/Dhaka
  • ইসরাইলের হামলায় ধ্বংস হওয়া নিজ বাড়ির সামনে এক ফিলিস্তিনি
    ইসরাইলের হামলায় ধ্বংস হওয়া নিজ বাড়ির সামনে এক ফিলিস্তিনি

ইহুদিবাদী ইসরাইলের কথিত জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেনজিভির পূর্ব বায়তুল মুকাদ্দাস বা পূর্ব জেরুজালেম শহর থেকে ফিলিস্তিনিদের বাড়িঘর ভেঙে দেয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, যে সমস্ত বাড়ি ইসরাইলের অনুমতি ছাড়া নির্মাণ করা হয়েছে সেগুলো পবিত্র রমজান মাসের মধ্যে ভেঙে দিতে হবে।

ইসরাইলের গণমাধ্যম কেএএন এই ঘোষণা প্রকাশ করেছে। সঙ্গে উত্তেজনা এড়াতে এবং তাদের পাল্টা প্রতিশোধের আশংকায় দখলদার ইহুদিবাদী সরকার এর আগে সাধারণত পবিত্র রমজান মাসে এ ধরনের উচ্ছেদ অভিযান চালায়নি। কিন্তু এবার ইসরাইলে চরম উগ্রপন্থী সরকার গঠিত হওয়ায় ব্যতিক্রমী পদক্ষেপ নেয়া হচ্ছে। চলতি মার্চ মাসের শেষের দিকে পবিত্র রমজান মাস শুরু হবে।

এদিকে, ইসরাইলের ইয়েদিয়থ অহরোনোথ পত্রিকা জানিয়েছে যে, ইসরাইলের পুলিশ বেনজিভিরকে সতর্ক করে বলেছে,  পবিত্র রমজান মাসে তার এই নির্দেশ বাস্তবায়ন করতে গেলে চরম বিপদজনক পরিস্থিতি তৈরি হতে পারে। ইসরাইলি পুলিশের ভাষায়, পশ্চিমে ফিলিস্তিনি উত্তেজনাপূর্ণ অবস্থার মধ্য দিয়ে দিন পার করছেন।

ইসরাইলের বর্তমান ক্ষমতাসীন উগ্র চরমপন্থী সরকার ক্ষমতায় আসার পর ফিলিস্তিনিদের ঘরবাড়ি উচ্ছেদ করা বেড়েছে। ইসরাইলের চরমপন্থী সরকারের নেতৃত্বে রয়েছেন যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৭

ট্যাগ