জুলাই ১৭, ২০২৩ ১৮:৪৩ Asia/Dhaka
  • ইয়াহুদ ওলমার্ট
    ইয়াহুদ ওলমার্ট

ইহুদিবাদী ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সম্পর্কের বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেছেন: বি.বি'র (বেনিয়ামিন নেতানিয়াহু) সঙ্গে বিশ্বের দেশগুলোর কর্মকর্তাদের দেখা করা উচিত নয়।

বার্তা সংস্থা ইরনা আজ জানিয়েছে, ডেমোক্র্যাট টিভি'র সঙ্গে আলাপকালে ওলমার্ট বলেন: ওয়াশিংটনের উচিত ইসরাইলের সঙ্গে সম্পর্কের বিষয়টি পুনর্বিবচেনা করা।

বর্তমান মন্ত্রীসভার বিচার বিভাগীয় সংস্কার বিল প্রশ্নে নেতানিয়াহুর বিরুদ্ধে যে প্রতিবাদ বিক্ষোভের ঝড় উঠেছে তার জেরে গৃহযুদ্ধ সংঘটিত হবার আশঙ্কা করা হচ্ছে বলে ইরনা জানায়।

ইহুদিবাদী ইসরাইলি চ্যানেল-টুয়েলভ পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে ইসরাইলের অধিকাংশ মানুষ গৃহযুদ্ধের আশঙ্কা করছে।

ইহুদিবাদী সরকারের বিরোধী দলগুলোর নেতারা বিশ্বাস করেন নেতানিয়াহুর মন্ত্রিসভার বিচার বিভাগীয় সংস্কার বিলের লক্ষ্য হচ্ছে বিচার ব্যবস্থাকে দুর্বল করা। নেতানিয়াহুর দুর্নীতি ও ঘুষের তিনটি মামলার বিচার ঠেকাতে নেতানিয়াহু ওই প্রচেষ্টা চালাচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।#

পার্সটুডে/এনএম/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ