আগস্ট ০৭, ২০২৩ ১০:৩৩ Asia/Dhaka

তেল আবিবের প্রাণকেন্দ্রে ফিলিস্তিনি যুবক শাহাদাতপিয়াসী অভিযান চালিয়েছে। ২৭ বছর বয়সী যুবক কামেল আবু বকরের ওই অভিযানের ঘটনায় ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে।

গত শনিবার সন্ধ্যায় তেলআবিব শহরের কেন্দ্রে অবস্থিত নাহলা বেনিয়ামিন এলাকায় ইসরাইলি সেনাদের লক্ষ্য করে আবু বকর হামলা চালায়। ওই হামলায় ইসরাইলের ১ পুলিশ অফিসার নিহত হয় এবং আহত হয় আরও ২ জন। অধিকৃত কুদসে শুক্রবারে চালানো ইসরাইলি অপরাধযজ্ঞের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে ফলিস্তিনী ওই যুবক পাল্টা হামলা চালায়। যুবক তার ব্যাগে একটি অসিয়্যতনামা লিখে গিয়েছিল। তাতে লেখা ছিল রামাল্লায় ইসরাইলি হামলায় কাসা মাতানের শাহাদাতের বদলা নিতেই এই অভিযান চালিয়েছি। ইসরাইলি দৈনিক ইয়াদিউত অহরানুত এই খবর দিয়েছে।

এই পাল্টা হামলার ঘটনাকে স্বাগত জানিয়ে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস একটি বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে  কামেল আবু বকরের পাল্টা অভিযানকে মাসজিদুল আকসা এবং ফিলিস্তিনী জাতির বিরুদ্ধে পরিচালিত ইহুদি বসতি স্থাপনকারীদের হামলার একটি স্বাভাবিক প্রতিক্রিয়া বলে উল্লেখ করা হয়েছে।

এই হামলার গুরুত্বপূর্ণ আরেকটি দিক হলো বোঝা গেল যে,পশ্চিম তীরে প্রতিরোধ শক্তি এখনও সক্রিয় এবং জাগ্রত। এখানকার বিশেষ করে জেনিনের যুবকেরা ইসরাইলি হামলাকে ভয় পায় না বরং তাদের অপরাধযজ্ঞ যুবকদের প্রতিরোধ শক্তিকে চাঙ্গা করে তোলে। হামাসের বিবৃতিতে আরও বলা হয়েছে তেলআবিবের একেবারে কেন্দ্রে এই অভিযান প্রমাণ করে প্রতিরোধ শক্তিকে দমন করার ইসরাইলি সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ইসলামি জেহাদ আন্দোলনও একইরকম প্রতিক্রিয়া জানিয়ে পৃথক একটি বিবৃতি দিয়েছে।

এই অভিযানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ইসরাইলি নিরাপত্তা ব্যবস্থা যে ঠুনকো তা বোঝা গেল। তার মানে ফিলিস্তিনীরা চাইলেই তেলআবিবের প্রাণকেন্দ্রে আঘাত হানতে পারে।

ইহুদিবাদী মিডিয়াগুলো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছে। তারা বলেছে তেল আবিবের কেন্দ্রে পরিচালিত এই অভিযান ইসরাইলের নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের জন্য একটি আশ্চর্যজনক এবং বড় রকমের ধাক্কা। ইসরাইলের টিভি চ্যানেল থার্টিন এবং ফোর্টিন বলেছে হামলাকারী যুবক ইসরাইলের ওয়ান্টেড তালিকায় ছিল। এরকম এক যুবক কী করে তেলআবিবে ঢুকলো এবং হামলা চালালো-সেটা বিস্ময়কর বলে মন্তব্য করেছে চ্যানেলগুলো। এই বিস্ময়ের সঙ্গে ইসরাইলের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাই ফুটে ওঠে।#

পার্সটুডে/এনএম/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

 

ট্যাগ