অক্টোবর ১৮, ২০২৩ ১৯:১৩ Asia/Dhaka
  • হাসপাতালে ইসরাইলি বোমা হামলায় নিহত ফিলিস্তিনিদের একাংশ
    হাসপাতালে ইসরাইলি বোমা হামলায় নিহত ফিলিস্তিনিদের একাংশ

অবরুদ্ধ গাজার আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে বোমা হামলা নিয়ে ইসরাইলি মিথ্যাচার অব্যাহত রয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, গাজার ঐ হাসপাতালে যে ধরণের বোমা ব্যবহার করা হয়েছে তা দখলদার ইসরাইল ছাড়া আর কারো কাছে নেই।

তিনি আজ সৌদি আরবের জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি'র জরুরি বৈঠকের অবকাশে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বলেন, ইসরাইল গাজা উপত্যকাকে পুরোপুরি অবরুদ্ধ রেখে পানি, জ্বালানি, বিদ্যুৎ এবং ওষুধ সরবরাহ বন্ধ করে দিয়ে হাসপাতালে বোমা মেরে গোটা ফিলিস্তিনিকে জাতিকে নির্মূল করতে চায়, এ জন্যই তারা সেখানে গণহত্যা চালাচ্ছে। এরই অংশ হিসেবে গাজার আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে মারাত্মক ধ্বংস ক্ষমতাসম্পন্ন বোমা ফেলে গণহত্যা চালিয়েছে।

এ সময় ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীও গাজার হাসপাতালে ভয়াবহ বোমা হামলার নিন্দা জানিয়ে বলেন, ইসরাইল গাজার বিভিন্ন হাসপাতালকে এর আগেও হুমকি দিয়েছে।

ঐ হাসপাতালে গতরাতের ইসরাইলি বোমা হামলায় পাঁচ শতাধিক ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী গত ৭ অক্টোবর থেকে এই কয়েক দিনে দখলদার ইসরাইলি বাহিনী হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ৫৮ বার হামলা চালিয়েছে।#  

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ