অক্টোবর ২৮, ২০২৩ ১৩:৩৪ Asia/Dhaka
  • হামাস যোদ্ধা
    হামাস যোদ্ধা

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরাইল তাদের সন্ত্রাসী আগ্রাসন জোরদার করে নিজেদেরকে বিজয়ী শক্তি হিসেবে দেখানোর চেষ্টা করছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই যুদ্ধে হামাস বীরত্বের মহাকাব্য রচনা করার পথে রয়েছে।

গতকাল (শুক্রবার) সংগঠনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ওসামা হামদান এক বিবৃতিতে একথা বলেছেন। তিনি বলেন, "সন্ত্রাসী অপরাধী নেতানিয়াহু গাজার জনপ্রিয় এই সংগঠনের ওপর চাপ সৃষ্টি করে এবং উপত্যকার জনগণের বিরুদ্ধে তার সন্ত্রাসী আগ্রাসন জোরদার করে বিজয়ের একটি চিত্র তৈরির চেষ্টা করছেন। কিন্তু ভোরের সময় ঘনিয়ে আসছে, সারাবিশ্ব গাজায় প্রতিরোধ যোদ্ধাদের লড়াইয়ের বীরত্বপূর্ণ মহাকাব্যের প্রভাব দেখতে পাবে।"

গত ৭ অক্টোবর হামাস এবং গাজা-ভিত্তিক ইসলামি জিহাদ আন্দোলন দখলদার ইসরাইলের বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় অভিযান শুরু করে। এরপর থেকে ইসরাইল গাজার বিরুদ্ধে লাগাতার বর্বর আগ্রাসন চালিয়ে যাচ্ছে। ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত গাজায় শহীদের সংখ্যা সাড়ে সাত হাজারে পৌঁছেছে। আহত হয়েছেন ২০ হাজার ৫০০ জনের বেশি। তেল আবিব এরইমধ্যে গাজার ওপর স্থল আক্রমণ শুরু করার হুমকি দিয়েছে। 

এ প্রসঙ্গে হামদান বলেছেন, "ইসরাইল বলেছে যে, আজকের রাতের অভিযান পরিকল্পিত স্থল আক্রমণ নয়, যাতে এটি ব্যর্থ হলে নিজেকে বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে না হয়।"

তিনি আরো বলেন, "অপরাধী নেতানিয়াহু গাজাবাসীর বিরুদ্ধে তার সন্ত্রাসী অপরাধের চিত্র বহির্বিশ্বে যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য গাজাকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে কিন্তু ইনশাল্লাহ তিনি তাতে সফল হবেন না।"#

পার্সটুডে/এসআইবি/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

ট্যাগ