ডিসেম্বর ১০, ২০২৩ ১৮:১৮ Asia/Dhaka
  •  ‘গাজায় বন্দী সেনাদের ছাড়িয়ে নিতে চায় না ইসরাইল’

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের যেসব সেনা গাজা উপত্যকায় বন্দী রয়েছে তাদেরকে ছাড়িয়ে নিতে চায় না তেল আবিব। শুধু তাই নয়, বন্দী মুক্তির বিষয়ে তাদের আদৌ কোনো ইচ্ছা আছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। সম্প্রতি গাজা উপত্যকায় বন্দি সেনাদের উদ্ধার করতে গিয়ে কয়েকজন সেনা হতাহত হওয়ার পর হামাস এ কথা বলল।

সংগঠনটি বলেছে এ ঘটনার মধ্যদিয়ে প্রমাণ হয়েছে- ইসরাইল তাদের সেনাদের আদৌ মুক্তি চায় না। দখলদাররা মনে করেছে, বেহিসেবি অভিযান চালিয়ে তারা তাদের বন্দীদের মুক্ত করতে পারবে কিন্তু সেদিনের ব্যর্থ অভিযান আরেকবার প্রমাণ করেছে যে, ইহুদিবাদী সরকার গাজায় বন্দি থাকা ব্যক্তিদের জীবনের পরোয়া করে না এবং তারা তাদের মুক্তির ব্যাপারে মোটেও আন্তরিক নয়।

গাজায় বন্দী ইসরাইলি সেনাদের উদ্ধার কিংবা তাদের কাছে পৌঁছানোর প্রচেষ্টা নস্যাৎ করে দেয়ার জন্য সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের প্রশংসা করা হয়েছে এই বিবৃতিতে। হামাস বলেছে, কাসাম ব্রিগেডের যোদ্ধারা তাদের দৃঢ়তা এবং সতর্কতার বিষয়টি আরো একবার প্রমাণ করেছে। এছাড়া, গাজা উপত্যকাকে ঘিরে ইহুদিবাদী ইসরাইল যে সমস্ত পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করছে তার কোনটাই সফল হবে না বলে হামাস প্রত্যয় ব্যক্ত করেছে।#

পার্সটুডে/এসআইবি/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ