ডিসেম্বর ১৭, ২০২৩ ১৭:৪৯ Asia/Dhaka
  • ইহুদিবাদী ইসরাইলের কয়েকটি সেনা ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা

লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, তদের যোদ্ধারা ইসরাইলের একটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে। আল-মায়াদিন নেটওয়ার্ক জানিয়েছে,ওই হামলায় কয়েকজন ইসরাইলি সেনা হতাহত হয়েছে।

হিজবুল্লাহ আজ এক বিবৃতিতে আরও জানায়, বেরকা রিশা সেনা ঘাঁটিতে যথোপযুক্ত অস্ত্রের সাহায্যে হামলা চালানো হয়েছিল। হানিতা নামক আরেকটি ইসরাইলি সামরিক ঘাঁটিতেও হিজবুল্লাহ সেনারা হামলা চালিয়েছে বলে অপর এক বিবৃতিতে জানানো হয়েছে।

মিডিয়া সূত্রে আরও জানা গেছে, লেবানন থেকে একটি অ্যান্টি ট্যাংক গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। ওই ক্ষেপণাস্ত্র সা'সার ইহুদিবাদী বসতিতে আঘাত হেনেছে।

আল-আখবার পত্রিকা লিখেছে: লেবাননের প্রতিরোধ যোদ্ধারা শত্রুদের বিরুদ্ধে এমনসব কৌশল অবলম্বন করছে শত্রুরা সেসব কৌশল মোকাবেলা করতে পারছে না।

ইহুদিবাদী মিডিয়াও বিশ্বাস করে, ইসরাইলি ভূখণ্ডের উত্তরে এখনও হিজবুল্লাহর নিয়ন্ত্রণ রয়েছে। ইসরাইলি সেনাবাহিনী ওই এলাকায় আটকা পড়ে গেছে।#

পার্সটুডে/এনএম/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ