ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ১৪:১৬ Asia/Dhaka
  • তেল আবিবে বিক্ষোভকারীদের সঙ্গে ইসরাইলি পুলিশের ব্যাপক সংঘর্ষ

আলোচনার মাধ্যমে অবরুদ্ধ গাজায় আটক পণবন্দিদের মুক্ত করার যথেষ্ট উদ্যোগ না নেয়ায় ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তুমুল বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা নেতানিয়াহু সরকারের পদত্যাগ দাবি করেছেন। গতকাল (শনিবার) বিক্ষোভ করার সময় তেল আবিবের রাজপথ থেকে অন্তত ২১ জন আটক হয়েছেন।

ইসরাইলি পুলিশ বিক্ষোভকারীদের ‘দাঙ্গাকারী’ হিসেবে চিহ্নিত করেছে। পুলিশ ২১ জনকে আটক করার কথা জানিয়ে এক্স পোস্টে জানিয়েছে, তারা সড়কে যান চলাচলে বাধা তৈরি করেছিল এবং পুলিশের নির্দেশনা মানেনি।

তেল আবিবের রাজপথ থেকে বিক্ষোভকারীদের সরাতে পুলিশ পানিকামান ব্যবহার করে এবং ঘোরসওয়ার বাহিনী নামায়। তাদের জোরপূর্বক সড়ক থেকে সরিয়ে দেয়া হয়। এ সময় দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে হয়।

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন- হামাসের হাতে আটক ইসরাইলিদের অবিলম্বে ছাড়িয়ে আনতে একটি চুক্তি সই করার দাবি জানিয়েছেন তেল আবিবের বিক্ষোভকারীদের। তাদের দাবি, যুদ্ধ  করে পণবন্দিদের মুক্ত করতে ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু। এজন্য তাকে পদত্যাগ করতে হবে। প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হবে নেতানিয়াহুকে।

গাজা নিয়ন্ত্রণকারী হামাস গত অক্টোবর মাস থেকে বলে এসেছে, তাদের হাতে আটক ইসরাইলি পণবন্দিদের মুক্ত করে নিতে হলে ইসরাইলকে হামাসের শর্তাবলী মেনে নিতে হবে। যুদ্ধের মাধ্যমে পণবন্দিদের মুক্ত করা যাবে না। কিন্তু নেতানিয়াহু দাবি করছেন, আলোচনার একইসময়ে গাজায় আগ্রাসন চালিয়ে যেতে হবে। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/২৫

ট্যাগ