এপ্রিল ২১, ২০২৪ ১৯:০২ Asia/Dhaka

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস অধিকৃত পশ্চিম তীরে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। পশ্চিম তীরের নূর শামস শরণার্থী শিবিরে ইসরাইলি বর্বর সামরিক বাহিনীর আগ্রাসনে অন্তত ১৪ ফিলিস্তিনি শহীদ হওয়ার পর এই ধর্মঘটের ডাক দিল সংগঠনটি। 

গাজা-ভিত্তিক প্রতিরোধকামী সংগঠনটি পশ্চিম তীরের সর্বস্তরের লোকজনকে রাস্তায় নেমে আসার এবং তুলকারাম শহরে মারাত্মক হামলার প্রতিশোধের জন্য ইহুদিবাদী বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে।

হামাস এক বিবৃতিতে বলেছে, “আমরা তুলকারামের মহান শহীদদের জন্য শোক প্রকাশ করছি যারা দৃঢ়তার সাথে ইসরাইলি দখলদার বাহিনীর মোকাবেলা করেছিল। আমরা নিশ্চিত করছি যে, এই অপরাধযজ্ঞ দখলদার নেতানিয়াহু সরকারের জন্য নিরাপত্তা আনবে না। চূড়ান্ত বিজয় এবং আমাদের অধিকৃত ভূমির পূর্ণাঙ্গ মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের জনগণের প্রতিরোধ এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে অব্যাহত থাকবে।”

বিবৃতিতে আরো বলা হয়েছে, “আমরা পশ্চিম তীরে আমাদের জনগণকে রোববার ডাকা সাধারণ ধর্মঘটে অংশ নেয়ার আহ্বান জানাই এবং সমস্ত চত্বর ও ভবনকে এমন জায়গায় পরিণত করতে হবে যেখানে দখলদার ইসরাইলের ওপর প্রবল ক্রোধ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। আমরা স্বাধীনতাকামী যোদ্ধাদেরও তাদের রাইফেলগুলো দখলদার বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারী অপরাধীদের দিকে তাক করার আহ্বান জানাই।”

এর আগে, তুলকারামের গভর্নর মোস্তফা তাকাতকা নূর শামস শরণার্থী শিবিরে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে পশ্চিম তীরে সাধারণ ধর্মঘট এবং রোববার শোক দিবস পালনের ডাক দেন। 

নূর শামস শরণার্থী শিবির দখল ও অবরুদ্ধ করে রাখার মধ্যে ইহুদিবাদী ইসরাইলের হাতে অন্তত ১৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে ১০ জন প্রতিরোধকামী যোদ্ধা রয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ