মে ০৪, ২০২৪ ১৭:১০ Asia/Dhaka
  • হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো
    হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো

ইউক্রেনের মাটিতে ফ্রান্স সেনা মোতায়েন করতে পারে বলে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা করে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো বলেছেন, এ ধরনের পদক্ষেপ চূড়ান্তভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে পারে এবং তা সর্বাত্মক পরমাণু যুদ্ধে রূপ নেবে।

ফ্রান্সের এলসিআই চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ফরাসি প্রেসিডেন্ট ইউক্রনে সেনা মোতায়েনের যে হুমকি দিয়েছেন সে সম্পর্কে সিজার্তোর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি ম্যাক্রনের এই ধারণার কঠোর নিন্দা করেন। তিনি বলেন, ফরাসি নেতার মন্তব্যগুলো পরিস্থিতিকে আরো বেশি সংঘাতময় করে তুলছে। 

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি ফ্রান্স ইউক্রেনের মাটিতে সেনা পাঠায় তাহলে তা সরাসরি ন্যাটো ও রাশিয়ার মধ্যকার যুদ্ধে রূপ নেবে এবং সেটি চূড়ান্তভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করবে। 

গত বৃহস্পতিবার ম্যাক্রন দি ইকোনোমিস্টকে বলেন, রাশিয়া যদি ইউক্রেনের ফ্রন্ট লাইন ভেঙে দেয় এবং কিয়েভ সাহায্যের অনুরোধ করে তাহলে ফ্রান্স সেখানে সেনা পাঠাবে।#

পার্সটুডে/এসআইবি/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ