মে ০৪, ২০২৪ ১৮:২২ Asia/Dhaka
  • দ্য ফিনান্সিয়াল টাইমস। জেমস ফার্গুসন
    দ্য ফিনান্সিয়াল টাইমস। জেমস ফার্গুসন

পার্সটুডে-আমেরিকার ম্যাগাজিন "ফরেন অ্যাফেয়ার্স" ২টি নিবন্ধে রাশিয়া, চীন, ইরান এবং উত্তর কোরিয়ার মধ্যে জোটের কারণ এবং ফলাফল নিয়ে পর্যালোচনা করেছে।

এই ২টি নিবন্ধে, বলা হয়েছে ওই চারটি দেশ-রাশিয়া, চীন, ইরান এবং উত্তর কোরিয়া- মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের প্রভাব বিস্তারের পথে প্রধান বাধা বলে মনে করে। ম্যাগিাজিনটি আরও লিখেছে: রাশিয়া, চীন, ইরান এবং উত্তর কোরিয়ার জোট একটি নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।

ফরেন অ্যাফেয়ার্স স্পষ্ট করে লিখেছে এই চারটি দেশ তাদের নিজ নিজ এলাকায় ওয়াশিংটনের উপস্থিতি কমাতে চায়। চীন, ইরান, উত্তর কোরিয়া এবং রাশিয়ার জোট মনে করে বিদ্যমান ব্যবস্থাকে ব্যাহত করার জন্য একটি সুসংহত পরিকল্পনা প্রয়োজন। সুতরাং একটা আন্তর্জাতিক নয়া ব্যবস্থার কোন বিকল্প নেই।

ওই দুই নিবন্ধে এসেছে, আমেরিকার বর্তমান ব্যবস্থার মূল নীতিগুলোর সাথে এই চারটি দেশের বিরোধিতার ধরণ অভিন্ন। চীন, ইরান, উত্তর কোরিয়া এবং রাশিয়া যৌথ পদক্ষেপের মাধ্যমে শক্তিশালী অবস্থান নিয়ে ওই পরিবর্তন আনার ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ।

নিবন্ধগুলোতে, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ার মধ্যে কৌশলগত সহযোগিতার কথাও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে: ইরানের সাথে রাশিয়ার সম্পর্কের ক্ষেত্রেও একই রকম গতিশীলতা রয়েছে। মস্কো এবং তেহরান নিজেদের মধ্যে-বাইডেন সরকারের ভাষায়-একটি "অভূতপূর্ব প্রতিরক্ষা অংশীদারিত্ব" প্রতিষ্ঠা করেছে। এর ফলে উভয় দেশ যৌথ সামরিক সক্ষমতা বাড়াতে সক্ষম হবে। উন্নত বিমান এবং ড্রোন বিনিময়, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা তথ্য, নজরদারি এবং সাইবার সক্ষমতা বিনিময় হচ্ছে দু'দেশের মধ্যে। পারস্পরিক এই সহযোগিতা মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইসরাইলের সম্ভাব্য সামরিক ও ধ্বংসাত্মক অভিযানের বিরুদ্ধে যৌথভাবে কার্যকর পাল্টা ব্যবস্থা নিতে সহায়তা করবে।

ওই দুই নিবন্ধে ম্যাগাজিনটি আরও লিখেছে রাশিয়া, চীন, ইরান এবং উত্তর কোরিয়া ডলারের ওপর নির্ভরতা কমাতে বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।  ইস্টার্ন অ্যালায়েন্সের সদস্যরা তাদের অর্থনৈতিক বিনিময়ে ডলারকে সরিয়ে দিয়ে পশ্চিমা নিষেধাজ্ঞার কার্যকারিতা দুর্বল করে দিতে চায়।

উপসংহারে আমেরিকার ওই ম্যাগাজিন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন ও ব্রিকস-এ ইরানের সদস্য হওয়ার দিকে ইঙ্গিত করেছে। ম্যাগাজিনটি লিখেছে ইরানকে এই দুই সংস্থায় যোগদানের আমন্ত্রণ জানিয়ে চীন ও রাশিয়া পশ্চিমাদের সঙ্গে সম্পর্কের ভারসাম্য তৈরির চেষ্টা করেছে।#

পার্সটুডে/এনএম/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ