ইয়েমেনের হুদায়দা বন্দরে ইসরাইলি হামলা; উপযুক্ত জবাব দেবে আনসারুল্লাহ
https://parstoday.ir/bn/news/event-i150572
পার্সটুডে– ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ আজ (সোমবার) স্পষ্ট করে বলেছেন, ইয়েমেনের ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে এবং যতদিন গাজায় ইসরায়েলি হামলা চলবে, ততদিন ইয়েমেনি সেনাবাহিনীও হামলা অব্যাহত থাকবে।
(last modified 2025-07-21T14:22:00+00:00 )
জুলাই ২১, ২০২৫ ২০:৩৬ Asia/Dhaka
  • ইয়েমেনের হুদায়দা বন্দরে ইসরাইলি হামলা; উপযুক্ত জবাব দেবে আনসারুল্লাহ

পার্সটুডে– ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ আজ (সোমবার) স্পষ্ট করে বলেছেন, ইয়েমেনের ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে এবং যতদিন গাজায় ইসরায়েলি হামলা চলবে, ততদিন ইয়েমেনি সেনাবাহিনীও হামলা অব্যাহত থাকবে।

আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক দপ্তরের সদস্য মোহাম্মদ আল-বুখাইতি বলেন, ইসরায়েলের যেকোনো উত্তেজনাকর পদক্ষেপের জবাবে ইয়েমেনিদের প্রতিক্রিয়া আরও তীব্র হবে। ইয়েমেনের হুদায়দা বন্দরে সোমবার দখলদার ইসরায়েল যে বিমান হামলা চালিয়েছে, সে বিষয়ে তিনি বলেন, এই হামলা ইয়েমেনের ধারাবাহিক সামরিক অভিযানের কোনো প্রভাব ফেলবে না, বরং গাজাবাসীর প্রতি সমর্থন আরও বাড়বে।

তিনি আরও বলেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের সামরিক হামলা (ইসরায়েলের বিরুদ্ধে) চলবে এবং যে বা যারা ইয়েমেনি আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করবে, তাদেরকে টার্গেট করা হবে।

আজ ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও ঘোষণা করেছে, তাদের বিমানবাহিনী ইয়েমেনের হুদায়দা বন্দরের কয়েকটি লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে।#

পার্সটুডে/এসএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।