উত্তর-পূর্ব ইরানে আরও দুই মোসাদ এজেন্ট গ্রেফতার
https://parstoday.ir/bn/news/event-i150566-উত্তর_পূর্ব_ইরানে_আরও_দুই_মোসাদ_এজেন্ট_গ্রেফতার
ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ উত্তর খোরাসানে নিরাপত্তা বাহিনী ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদের আরও দুই সন্ত্রাসী সদস্যকে গ্রেপ্তার করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২১, ২০২৫ ১৯:২২ Asia/Dhaka
  • (ফাইল ছবি) ইরানে মোসাদ-সংশ্লিষ্ট এজেন্টদের গ্রেপ্তার
    (ফাইল ছবি) ইরানে মোসাদ-সংশ্লিষ্ট এজেন্টদের গ্রেপ্তার

ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ উত্তর খোরাসানে নিরাপত্তা বাহিনী ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদের আরও দুই সন্ত্রাসী সদস্যকে গ্রেপ্তার করেছে।

উত্তর খোরাসানের জনগণ ও বিপ্লবী প্রসিকিউটর জাভেদ ইলালি আজ (সোমবার) ওই খবর দিয়ে বলেছেন: প্রদেশের বিচার ব্যবস্থা গুপ্তচরবৃত্তির সাথে জড়িত অপরাধীদের বিরুদ্ধে সিদ্ধান্তমূলক ব্যবস্থা নিতে দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি আরও বলেন, সাম্প্রতিক ১২ দিনের ইসরাইল-মার্কিন আগ্রাসনের সময় ইরানের বিরুদ্ধে মিথ্যা প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে ওই প্রদেশে ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।

ইসরাইলি গুপ্তচর নেটওয়ার্কের ওপর আঘাতের ধারাবাহিকতায় ইরানে তিনজন মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত ওই তিনজনের মৃত্যুদণ্ড ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশে কার্যকর করা হয়েছে।

গত মাসের শেষের দিকে মোসাদের সাথে সহযোগিতা করাসহ ইরানের বিশিষ্ট ব্যক্তিত্বদের হত্যা করার জন্য বোমা হামলা ও ধ্বংসযজ্ঞ চালানোর অভিযোগে দোষী সাব্যস্ত ওই তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান সমগ্র দেশজুড়ে মোসাদের সাথে যুক্ত শত শত গুপ্তচরকে গ্রেপ্তার করেছে।

একইসঙ্গে নিরাপত্তা বাহিনী মোসাদ এজেন্টদের দ্বারা পরিচালিত ভূগর্ভস্থ অনেক ড্রোন স্থাপনাও ভেঙে দিয়েছে।

গ্রেপ্তারকৃত সন্দেহভাজনদের বিরুদ্ধে আক্রমণাত্মক ড্রোন ব্যবহারের পরিকল্পনা, বোমা তৈরি করা, সামরিক স্থাপনায় গুপ্তচরবৃত্তি এবং ইসরাইলকে সংবেদনশীল তথ্য প্রেরণের অভিযোগ রয়েছে।#

পার্সটুডে/এনএম/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।