ইতালীয় গণমাধ্যমের শীর্ষ খবর: মোগেরিনি গ্রেপ্তার, পুতিন-উইটকফ বৈঠক ব্যর্থ
https://parstoday.ir/bn/news/world-i154680-ইতালীয়_গণমাধ্যমের_শীর্ষ_খবর_মোগেরিনি_গ্রেপ্তার_পুতিন_উইটকফ_বৈঠক_ব্যর্থ
পার্সটুডে: ইউরোপীয় ইউনিয়নের সাবেক বৈদেশিক নীতি প্রধান ফেডেরিকা মোগেরিনির আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়ার বিষয়টি ইতালিয় গণমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। পার্সটুডে ইতালির বড় বড় সংবাদমাধ্যমের শীর্ষ খবরগুলোর একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরছে:
(last modified 2025-12-04T11:26:56+00:00 )
ডিসেম্বর ০৩, ২০২৫ ১৪:২৮ Asia/Dhaka
  • ফেডেরিকা মোগেরিনি
    ফেডেরিকা মোগেরিনি

পার্সটুডে: ইউরোপীয় ইউনিয়নের সাবেক বৈদেশিক নীতি প্রধান ফেডেরিকা মোগেরিনির আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়ার বিষয়টি ইতালিয় গণমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। পার্সটুডে ইতালির বড় বড় সংবাদমাধ্যমের শীর্ষ খবরগুলোর একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরছে:

আন্সা (ANSA):

১. ফেডেরিকা মোগেরিনিকে বেলজিয়ামে গ্রেপ্তার করা হয়েছে।

২. ইতালীয় প্রধানমন্ত্রী: ইউক্রেনে শান্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের ঐক্য গুরুত্বপূর্ণ।

৩. পুতিন ও উইটকফের বৈঠক; বিতর্কিত অঞ্চল নিয়ে কোনো চুক্তি হয়নি।

৪. মাত্তারেলা: যদি আমাদের যৌথ প্রতিরক্ষা না থাকে, তাহলে আমাদের জন্য নাটকীয় পরিণতি অপেক্ষা করছে।

হাফিংটন পোস্ট ইতালিয়া (HuffPost Italia):

১. মোগেরিনি ও সানিনোকে গ্রেপ্তার করা হয়েছে, পুতিন ও উইটকফ একসঙ্গে জাতীয় সংগীত গাইলেন

২. "ইউক্রেনের কোনো জরুরি অবস্থা নেই।" অস্ত্রের আদেশ স্থগিত, সালভিনিকে নিয়ে সন্দেহ।

৩. নিরপেক্ষতার বিভ্রম। ইতালিতে কেন প্রতিরক্ষা নিয়ে কথা বলা অসম্ভব।

৪. ওয়াল্টার রিকার্ডি: "ক্যান্সারের বিরুদ্ধে বিজ্ঞান এগিয়ে চলেছে, কিন্তু তা সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না।"

লা প্রেসে (LaPresse):

১. পুতিন: "ইউরোপ যদি যুদ্ধ চায়, আমরা প্রস্তুত।" ক্রেমলিন কেবল আমেরিকার কিছু প্রস্তাবে রাজি

২. ন্যাটো-রাশিয়া উত্তেজনা: তাজানি বলেছেন, কাভো দ্রাগোর বক্তব্য সতর্কতার সঙ্গে বিশ্লেষণ করতে হবে

৩. বলোনিয়া বিশ্ববিদ্যালয় সামরিক ছাত্রদের জন্য কোর্স চালুর খবর অস্বীকার করেছে। মেলোনি: “এটা সংবিধানের দায়িত্ব লঙ্ঘন করবে”

আস্কানিউজ (Askanews):

১. মন্ত্রিসভায় ইউক্রেন ডিক্রি অনুমোদন স্থগিত। লিগা পার্টির সন্দেহ প্রকাশ।

২. জেলেনস্কি: এই যুদ্ধের কোনো সহজ সমাধান নেই।

৩. পুতিন ও উইটকফের পাঁচ ঘণ্টা ধরে আলোচনা করেছেন, কিন্তু দখলকৃত ভূমি নিয়ে কোনো চুক্তি হয়নি।

৪. ট্রাম্প: আমরা যুদ্ধ শেষ করার সমাধান খুঁজছি, কিন্তু এটি সহজ নয়, পরিস্থিতি জটিল।

৫. পোপ লেবাননের হিজবুল্লাহকে তাদের অস্ত্র নামিয়ে রাখতে এবং সংলাপের সন্ধান করার আহ্বান জানিয়েছেন।

এজিআই (AGI):

১. তরুণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্স প্রত্যাখ্যান করা হয়েছে। মেলোনি: "এটি সশস্ত্র বাহিনীর ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে।"

২. ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক কিয়েভকে ১৪০ বিলিয়ন ইউরো ঋণের গ্যারান্টি দিতে অস্বীকার করেছে।

৩. লা রোজা অনুরোধ করেছেন: "ক্রিসমাসের আগেই গৃহবন্দী দণ্ড বন্ধের একটি ডিক্রি।"#

পার্সটুডে/এমএআর/৩