ইসরাইলের ভবিষ্যৎ নিয়ে ইহুদিবাদীরা কতোটা আশাবাদী?
https://parstoday.ir/bn/news/west_asia-i150554-ইসরাইলের_ভবিষ্যৎ_নিয়ে_ইহুদিবাদীরা_কতোটা_আশাবাদী
পার্সটুডে-হিব্রু সংবাদপত্র মাআরিভ ইহুদিবাদীদের দৃষ্টিকোণ থেকে ভবিষ্যতের আশার ওপর একটি জরিপের ফলাফল প্রকাশ করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২১, ২০২৫ ১৭:০০ Asia/Dhaka
  • ইসরাইলের ভবিষ্যৎ নিয়ে ইহুদিবাদীরা কতোটা আশাবাদী?
    ইসরাইলের ভবিষ্যৎ নিয়ে ইহুদিবাদীরা কতোটা আশাবাদী?

পার্সটুডে-হিব্রু সংবাদপত্র মাআরিভ ইহুদিবাদীদের দৃষ্টিকোণ থেকে ভবিষ্যতের আশার ওপর একটি জরিপের ফলাফল প্রকাশ করেছে।

পার্সটুডে জানায়, রোববার প্রকাশিত ওই জরিপের ফলাফলের ভিত্তিতে হিব্রু সংবাদপত্র মা'আরিভ জানিয়েছে, ৬৬ শতাংশ ইহুদিবাদী 'ইসরাইলের' ভবিষ্যত নিয়ে আশা হারিয়ে ফেলেছে। জরিপ অনুসারে, ৭৩ শতাংশ ইহুদিবাদী বিশ্বাস করেন নেতানিয়াহু মন্ত্রিসভার উচিত গাজা যুদ্ধের অবসান ঘটানো এবং পরিস্থিতির উন্নতির জন্য সমস্ত বন্দীকে ফেরত পাঠানো।

মা'আরি জরিপে আরও দেখা গেছে ৭৯ শতাংশ ইহুদিবাদী ইসরাইলের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য হারেদি ইহুদিদেরকে সামরিক সেবায় পাঠানো অপরিহার্য বলে মনে করেন।

জরিপ অনুসারে ৩৯ শতাংশ ইহুদিবাদীও বিশ্বাস করেন যে আগামী ২০ বছরে ইসরাইলে জীবনযাত্রার মান আজকের তুলনায় অনেক খারাপ হবে।#

পার্সটুডে/এনএম/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।