মে ০৩, ২০২৪ ১৯:৪৩ Asia/Dhaka
  • নাইজারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী: ইরান আফ্রিকার দেশগুলোর জন্য মডেল হয়ে উঠেছে
    নাইজারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী: ইরান আফ্রিকার দেশগুলোর জন্য মডেল হয়ে উঠেছে

নাইজারের বাণিজ্য ও শিল্প মন্ত্রী বৈজ্ঞানিক, প্রযুক্তিগত, প্রযুক্তিগত এবং প্রকৌশল পরিষেবাসহ বিভিন্ন ক্ষেত্রে ইরানের অগ্রগতির ভূয়সী প্রশংসা করে ইরানের সাথে সহযোগিতা গভীর করতে তার দেশের আগ্রহ কথা জানিয়েছেন।

ইরানের সাহাব সম্প্রচার সংস্থার আওতাধীন হাউসাটিভি চ্যানেলের সাথে এক সাক্ষাৎকারে নাইজারের বাণিজ্য ও শিল্প মন্ত্রী মাল্লাম সিডো আসমান আফ্রিকান দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করার জন্য ইরানের প্রচেষ্টার প্রশংসা করতে গিয়ে বলেছেন: ইরান এখন আমাদের দেশের জন্য একটি মডেল বা আদর্শে পরিণত হয়েছে, যেদেশে রয়েছে পানি, কৃষি জমি, পশুসম্পদ, তেল, সোনা এবং আরও অনেক কিছু।

নাইজারের বাণিজ্য ও শিল্প মন্ত্রী মাল্লাম সিডো আসমান পাশ্চাত্যের অমানবিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের বৈজ্ঞানিক সমৃদ্ধির দিকে ইঙ্গিত করেছেন বলেছেন, পশ্চিমা প্রচারণার বিপরীতে ইরান একটি স্বাধীন, উন্নয়নশীল এবং উন্নত দেশ।

নাইজারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী আরও বলেছেন, ইরান সফরে এসে তিনি যা দেখেছেন তা হচ্ছে, পশ্চিমা মিডিয়াগুলোতে ইসলামি প্রজাতন্ত্র ইরান সম্পর্কে যা বলা হয়েছে তার বিপরীত চিত্র আমি দেখতে পাচ্ছি।

এই সাক্ষাত্কারে, নাইজারের বাণিজ্য ও শিল্প মন্ত্রীও আশা প্রকাশ করেছেন যে দুদেশের  মধ্যে সম্প্রতি যেসব চুক্তি হয়েছে তা যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়িত হবে।

মাল্লাম সিডো আসমান ইরান ও আফ্রিকার দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে তেহরান সফরে এসেছিলেন।  

আফ্রিকার ৩০টি দেশের কর্মকর্তাদের উপস্থিতিতে ২৬ এপ্রিল তেহরানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

তেহরানে তার সফরের সময়, নাইজারের বাণিজ্য ও শিল্প মন্ত্রী বার্ষিক প্রদর্শনী (ইরান এক্সপো ২০২৪) পরিদর্শন করেন যা ১ মে শেষ হয়েছিল।

ইরানের ইসলামী বিপ্লব বিজয়ের পর থেকেই আফ্রিকা সবসময়ই ইরানের পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার পেয়ে এসেছে। #

পার্সটুডে/রেজওয়ান হোসেনে/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ