জুলাই ০১, ২০২৪ ১১:০৩ Asia/Dhaka
  • হিজবুল্লাহর সেনা ও ফজর-৫ ক্ষেপণাস্ত্র (ফাইল ছবি)
    হিজবুল্লাহর সেনা ও ফজর-৫ ক্ষেপণাস্ত্র (ফাইল ছবি)

ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর সাবেক অর্থনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাম আমিনাচ বলেছেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ হচ্ছে বিশ্বের শীর্ষ পাঁচটি রকেট পরাশক্তির একটি। হিজবুল্লাহার হাতে থাকা রকেটের সংখ্যাগত দিক বিবেচনা করে তিনি একথা বলেছেন। 

তিনি বলেন- আমেরিকা, চীন, রাশিয়া এবং জার্মানির পাশাপাশি হিজবুল্লাহর হাতে সবচেয়ে বেশি রকেট রয়েছে কিন্তু ইসরাইলের জনগণ তাদের এই ক্ষেপণাস্ত্র শক্তির হুমকি সম্পর্কে বুঝতে পারছে না। 

আমিনাচ জোর দিয়ে বলেন, পুরো লেবাননকে মোকাবেলা করা ছাড়া ইসরাইল হিজবুল্লাহর সাথে লড়াই করতে পারবে না। 

যখন সীমান্তে প্রতিদিন হিজবুল্লাহ এবং ইসরাইলের বর্বর সেনাদের মধ্যে সংঘাত হচ্ছে এবং দখলদার ইসরাইল হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিয়েছে তখন জেনারেল আমিনাচ এসব কথা বললেন। 

অন্যদিকে, হিজবুল্লাহর কর্মকর্তারা বারবার বলছেন, তারা তারা ইহুদিবাদীদের সাথে সংঘাতে জড়াতে চান না কিন্তু ইসরাইল যদি যুদ্ধ শুরু করে তাহলে তা মোকাবেলার জন্য হিজবুল্লাহ প্রস্তুত রয়েছে। 

সম্প্রতি, হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, বর্বর এই শক্তি যদি আগ্রাসন চালায় তাহলে ইসরাইলের ভেতরে কোনো নিরাপদ স্থান থাকবে না। এছাড়া, লেবাননের গ্রান্ড শিয়া মুফতি শেখ আহমাদ কাবালান বলেছেন, হিজবুল্লাহর হাতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরণের ক্ষেপণাস্ত্র রয়েছে এবং ইসরাইল যুদ্ধ শুরু করলে প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলকে লক্ষ্য করে অন্তত পাঁচ লাখ ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারবে।#
পার্সটুডে/এসআইবি/১


বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ