জুলাই ০৩, ২০২৪ ০৯:১৮ Asia/Dhaka
  • ভারতের পার্লামেন্টে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন
    ভারতের পার্লামেন্টে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

পার্সটুডে- ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার অধিবেশনে ইরানের শহীদ প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও মরহুম পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

ইরান, মালাভি ও তানজানিয়ার সদ্য প্রয়াত সরকার প্রধানদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্যসভার অধিবেশন এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয়। পার্সটুডের রিপোর্ট অনুসারে, ভারতের ভাইস প্রেসিডেন্ট জগদ্বীপ ধনকর রাজ্যসভার অধিবেশনে ইরানের জনগণ ও সরকারের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে বলেন: ইরানের প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীদের দাফন অনুষ্ঠানের দিন ইরানে রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে।

ধনকর আরো বলেন, ইরানের সাবেক প্রেসিডেন্ট শহীদ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও তার পররাষ্ট্রমন্ত্রী শহীদ হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক শক্তিশালী করতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন। তিনি বলেন, রাজ্যসভা ইরানের সরকার, জনগণ ও শোকসন্তপ্ত পরিবারবর্গকে শোক ও সমবেদনা জানাচ্ছে।

তার বক্তব্যের পর ভারতের রাজ্যসভার সদস্যরা মরহুম নেতাদের প্রতি সম্মান জানাতে এবং ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে তাদের অবদান স্মরণ করতে আবার কয়েক মিনিট নীরবতা পালন করেন।

ইরান ও ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্ক যেসব ভিত্তির ওপর প্রতিষ্ঠিত সেসবের মধ্যে রয়েছে ফার্সি ভাষা ও প্রাচ্যের সংস্কৃতি। এ কারণে তেহরান ও নয়াদিল্লির সম্পর্কে চড়াই উৎরাই থাকলেও ভারতের সব সরকার ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার চেষ্টা করেছে। কংগ্রেস ও বিজেপির নেতৃত্বাধীন সরকারের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতিতে পার্থক্য থাকলেও উভয় দল ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে সচেষ্ট ছিল।

সম্প্রতি তেহরানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রুদ্র গৌরব শেষ্ঠ ইরান ও ভারতের সম্পর্ককে শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ভারত ও ইরানে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন তারা দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার পদক্ষেপ নিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

 

ট্যাগ