ইসরাইল আবার আগ্রাসন চালালে আরও কঠোর চপেটাঘাত খাবে: ইরান
(last modified Thu, 03 Jul 2025 14:07:12 GMT )
জুলাই ০৩, ২০২৫ ২০:০৭ Asia/Dhaka
  • মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি
    মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, "ইসরাইল যদি আবার কোনো আগ্রাসন চালায়, তাহলে তারা আগের চেয়েও কঠিন চপেটাঘাত খাবে।”

লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেন, গত মাসের ইসরাইলি-মার্কিন হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী তাদের সব সামর্থ্য ব্যবহার করেনি।

মুসাভি বলেন, "ইসরাইল ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক আগ্রাসনে একটি বড় পরাজয় বরণ করেছে এবং আমরা সতর্ক করে দিচ্ছি যে, যদি তারা এই ধরনের কোনো ভুল আবার করে, তাহলে ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনীর কাছ থেকে তারা আরও কঠোর চপেটাঘাত পাবে।"

তিনি উল্লেখ করেন, ইসরাইল এবং তার মিত্ররা বহু বছর ধরে ইসলামি প্রজাতন্ত্র ইরানকে আঘাত করার জন্য প্রস্তুতি নিচ্ছে। শত্রু পারমাণবিক ইস্যুকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইসলামি প্রজাতন্ত্রকে টার্গেট করতে ও দেশটিকে বিভক্ত করার চক্রান্ত করছে।

গত ১৩ জুন ইসরাইল প্রকাশ্য আগ্রাসন চালিয়ে ইরানের বহু উচ্চপদস্থ সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ নাগরিকদের হত্যার মাধ্যমে যুদ্ধ শুরু করে। এর এক সপ্তাহ পর, যুক্তরাষ্ট্রও সংঘাতে জড়িয়ে পড়ে এবং তারা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণ করে—যা ছিল জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি'র চরম লঙ্ঘন।

জবাবে, ইরানি সশস্ত্র বাহিনী ইসরাইল অধিকৃত ভূখণ্ডে এবং কাতারে অবস্থিত আমেরিকার আল-উদেইদ ঘাঁটিতে হামলা চালায়। 

ইরান তার সফল প্রতিশোধমূলক হামলার মাধ্যমে ২৪ জুন ইসরাইল ও যুক্তরাষ্ট্রের অবৈধ আগ্রাসন বন্ধ করতে সক্ষম হয়।

জেনারেল মুসাভি বলেন, ইসরাইলি বাহিনী নিজেদের সংগঠিত করার সুযোগ পেতে বাধ্য হয়ে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছিল।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,  "যদি আমরা একটি নতুন পর্যায়ে প্রবেশ করি এবং যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তাহলে ইসরাইলি দখলদাররা ইরানের সেই সামর্থ্যগুলো প্রত্যক্ষ করবে যা এখনও ব্যবহার করা হয়নি।"

শেষে তিনি জোর দিয়ে বলেন, তেহরান ফিলিস্তিন ও তার জনগণের প্রতি সমর্থনসহ তার মৌলিক নীতিগুলোর কোনোটি থেকেই কখনও পিছপা হবে না।#

পার্সটুডে/এমএআর/৩