গাজার কত শতাংশ জমি আবাদযোগ্য?
(last modified Wed, 02 Jul 2025 12:20:06 GMT )
জুলাই ০২, ২০২৫ ১৮:২০ Asia/Dhaka
  • • গাজার কত শতাংশ জমি আবাদযোগ্য?
    • গাজার কত শতাংশ জমি আবাদযোগ্য?

পার্সটুডে - জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এক প্রতিবেদনে ঘোষণা করেছে যে ইসরাইলের চাপিয়ে দেয়া যুদ্ধ গাজা উপত্যকায় কৃষিকাজ ধ্বংস করে দিয়েছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, গত মার্চ মাসে এক অনুসন্ধানে দেখা গেছে, "যুদ্ধের ফলে গাজার মাত্র ৪.৬ শতাংশ জমি আবাদযোগ্য রয়েছে।"

প্রতিবেদন অনুসারে, আবাদি জমির অভাবের কারণে, কৃষকরা তাঁবুর মাঝখানে বা ক্ষতিগ্রস্ত বাড়ির ধ্বংসস্তূপের উপর অস্থায়ী জমিতে চাষাবাদ করছে।

উল্লেখ্য, ইহুদিবাদী ইসরাইল, ২০২৩ সালের  ৭ অক্টোবর গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, যার দুটি প্রধান লক্ষ্য ছিল: হামাস যোদ্ধাদেরকে নির্মূল করা এবং তাদের হাতে আটক ইহুদি বন্দীদের ফিরিয়ে আনা, কিন্তু তারা এই লক্ষ্যগুলো অর্জন করতে ব্যর্থ হয় এবং বন্দী বিনিময়ের জন্য হামাস আন্দোলনের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে বাধ্য হয়।

২০২৫ সালের ১৯ জানুয়ারী, হামাস ও ইসরাইলের মধ্যে একটি চুক্তির ভিত্তিতে, গাজা উপত্যকায় একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয় এবং বেশ কিছু বন্দী বিনিময় করা হয়। তবে, ইহুদিবাদী ইসরাইল পরবর্তীতে যুদ্ধবিরতি আলোচনার দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করতে অস্বীকৃতি জানায় এবং যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ওই বছরের ১৮ মার্চ গাজা উপত্যকার বিরুদ্ধে সামরিক আগ্রাসন পুনরায় শুরু করে।#

পার্সটুডে/এমআরএইচ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।