জুলাই ০১, ২০২৪ ১৮:৪৪ Asia/Dhaka
  • হাকান ফিদান ও আলী বাকেরি কানি
    হাকান ফিদান ও আলী বাকেরি কানি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি লেবাননের ওপর হামলা চালায় তাহলে তাদেরকে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে। দখলদার ইসরাইলের যেকোন হুমকি মোকাবেলার জন্য লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। 

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে আজ (সোমবার) এক ফোনালাপে এসব কথা বলেন আলী বাকেরি কানি। ইসরাইল যখন লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিচ্ছে তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। তিনি হিজবুল্লাহকে অতুলনীয় প্রতিরোধশক্তি বলেও উল্লেখ করেন।

বাকেরি কানি বলেন, ইসরাইলের জানা উচিত যে, তারা লেবাননে নতুন করে ভুল করলে তাদের জন্য আঞ্চলিক পর্যায়ে নতুন পরিস্থিতি তৈরি হবে এবং তারা এই ক্ষতি কখনও পুষিয়ে উঠতে পারবে না। হত্যা এবং অপরাধজ্ঞ দিয়ে ইসরাইল নিজের পরাজয় ঠেকাতে পারবে না। 

ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যে হত্যা ও অপরাযজ্ঞ চালিয়েছে তারই অংশ হিসেবে লেবাননে আগ্রাসন চালাতে চায়। গাজা গণহত্যার মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরাইলের বর্বর চরিত্র প্রকাশ পেয়েছে বলেও উল্লেখ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি সুস্পষ্ট করে বলেন, লেবাননে আগ্রাসন চালালে দখলদারদেরকে চরম মূল্য দিতে হবে। 

শীর্ষ ইরানি কূটনীতিক এই অঞ্চলে স্বাধীন দেশগুলোর উদ্দেশ্য প্রচারের জন্য ডি-এইট অর্থনৈতিক সহযোগিতা সংস্থা বা ইকো এবং ইসলামী সহযোগিতা সংস্থা-ওআইসির সক্ষমতা ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া, ককেশাস অঞ্চল নিয়ে আঞ্চলিক কাঠামোর ভেতরে থেকে তেহরান এবং আঙ্কারার মধ্যে সহযোগিতা বাড়ানো উচিত বলেও উল্লেখ করেন তিনি।

টেলিফোন আলাপে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিন ইস্যুতে ইরানের আন্তরিক ভূমিকার প্রশংসা করেন এবং ইসরাইল গাজায় যে হত্যা ও অপরাধযজ্ঞ চালাচ্ছে তার নিন্দা করেন। তিনি বলেন, ইসরাইল গণহত্যামূলক যুদ্ধ অব্যাহত রেখেছে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলের এই অপরাধযজ্ঞ থামাতে ব্যর্থ হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ইহুদিবাদি ইসরাইল মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা অব্যাহত রাখার নীতি অনুসরণ করে চলেছে যা আঞ্চলিক দেশগুলোর মধ্যে গভীর প্রভাব ফেলবে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ