জুন ৩০, ২০২৪ ১৯:৪৮ Asia/Dhaka
  • অখিলেশ যাদব
    অখিলেশ যাদব

ভারতের সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, 'বিজেপি ফের ক্ষমতায় আসার পর থেকেই সংখ্যালঘু নিয়ে নড়াচড়া শুরু করেছে। তারা পিছিয়ে পড়া শ্রেণি, দলিত এবং সংখ্যালঘুদের বিরুদ্ধেও কাজ করছে।'

তিনি অভিযোগ করেন, পিছিয়ে পড়া শ্রেণি, দলিত এবং সংখ্যালঘুদের কাউকে শিক্ষাপ্রতিষ্ঠানের শীর্ষ পদে রাখা হচ্ছে না।

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, 'একজনও উপাচার্য পিছিয়ে পড়া শ্রেণি, দলিত এবং সংখ্যালঘু নয়। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের কর্মীদের ১৫ শতাংশই পিছিয়ে পড়া শ্রেণি, দলিত এবং সংখ্যালঘু। এই সরকার পিছিয়ে পড়া শ্রেণি, দলিত এবং সংখ্যালঘুদের পক্ষে নয়।'

তিনি আরও বলেন, যে মণ্ডল কমিশন, রাম মনোহর লোহিয়া, বাবাসাহেব আম্বেদকর এবং সুভাষ চন্দ্র বসু পিছিয়ে পড়া শ্রেণি, দলিত এবং সংখ্যালঘু পরিবারের অধিকার রক্ষা করতে চেয়েছিলেন এবং বিজেপি এর বিরুদ্ধে কাজ করছে।

এদিকে, সাম্প্রতিককালে বিহারে ওবিসি শ্রেণিভুক্তদের জন্যে ১৫ শতাংশ 'অতিরিক্ত সংরক্ষণ' বাতিল করেছিল পাটনা হাই কোর্ট। বিহারে সরকারি চাকরি এবং শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬৫ শতাংশ করা হয়েছিল। বিজেপির সঙ্গে হাত মেলানোর আগে নীতীশ যখন আরজেডির সঙ্গে ছিলেন, তখন ২০২৩ সালের নভেম্বর মাসে জাতভিত্তিক সংরক্ষণ ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬৫ শতাংশ করার বিল পাস করানো হয়েছিল বিহার বিধানসভায়। তবে পাটনা হাই কোর্টে সেই সংরক্ষণ বাতিল করে দেওয়া হল। আবার বাংলায় তৃণমূল জমানার সব সংরক্ষণ বাতিল করা হয়েছে।

অন্যদিকে, হরিয়ানার মুখ্যমন্ত্রী সেই রাজ্যের সরকারি চাকরির ক্ষেত্রে ওবিসি শ্রেণিভুক্তদের সংরক্ষণ ১২ শতাংশ বাড়িয়ে ২৭ শতাংশ করার ঘোষণা করেন। এর আগে লোকসভা ভোটের প্রচারের সময় বিরোধীরা অভিযোগ করেছিলেন, ক্ষমতায় এলে বিজেপি সংরক্ষণ তুলে দেবে। আবার বিজেপি দাবি করেছিল, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে দলিতদের সংরক্ষণ তুলে দিয়ে সেখানে মুসলিমদের সুযোগ দেওয়া হবে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০

ট্যাগ