জুলাই ০১, ২০২৪ ১৮:৫৯ Asia/Dhaka
  • ইসরাইলি বিমানকে জ্বালানি তেল দেয়নি তুর্কি বিমানবন্দর

ইহুদিবাদী ইসরাইলের একটি যাত্রীবাহী বিমানকে তেল দিতে অস্বীকৃতি জানিয়েছে তুরস্কের একটি বিমানবন্দরের কর্মীরা। ইসাইলের বিমানটি তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আন্তালিয়া বিমানবন্দরে জরুরিভাবে অবতরণ করে। 

ইসরাইলের বিমানটিকে তেল দিতে অস্বীকৃতি জানানোর মধ্য দিয়ে তুর্কি বিমানবন্দরের কর্মীরা মূলত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের যে গণহত্যামূলক যুদ্ধ চলছে তার প্রতিবাদ জানিয়েছেন। 

পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে বিমানটি তেল আবিবে যাচ্ছিল। পথে একজন অসুস্থ যাত্রীর কারণে আন্তালিয়া বিমানবন্দরে জরুরিভাবে অবতরণ করে বিমানটি। 

এ সময় বিমানের জ্বালানিরও প্রয়োজন হয় কিন্তু তুর্কি বিমানবন্দরের কর্মীরা বিমানে জ্বালানি সরবরাহ করতে অস্বীকার করেন। এরপর বিমানটি জ্বালানি তেল নেয়ার জন্য গ্রিসে চলে যায়। 

ইসরাইলের ইংরেজি দৈনিক টাইমস অব ইসরাইল এ খবর দিয়েছে। তবে তুরস্কের কূটনৈতিক সূত্র ভিন্ন কথা বলছে। সূত্রটি জানিয়েছে, "মানবিক বিবেচনায় বিমানটিতে জ্বালানি সরবরাহ করার ব্যবস্থা নেয়া হয় তবে প্রাসঙ্গিক প্রক্রিয়া শেষ হওয়ার কাছাকাছি সময়ে ক্যাপ্টেন নিজের ইচ্ছায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।"#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ