মে ১১, ২০২৪ ১৪:৫৭ Asia/Dhaka
  •  নাইজার থেকে সমস্ত কম্ব্যাট সেনা প্রত্যাহার করছে আমেরিকা

আমেরিকার সাথে সামরিক চুক্তি বাতিলের পর নাইজার থেকে সমস্ত কম্ব্যাট সেনা প্রত্যাহার করছে আমেরিকা। চলতি সপ্তাহে মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন এ সিদ্ধান্ত নিয়েছে।

গত বছরের ২৬ জুলাই পশ্চিমা সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মাদ বাজুম ক্ষমতাচ্যুত হওয়ার পর নাইজারের নতুন সেনাশাসক দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানান। এরপর গত ১৭ মার্চ নাইজার আমেরিকার সাথে ২০১২ সালে সই হওয়া সামরিক চুক্তি বাতিলের ঘোষণা দেয়। নাইজারে মার্কিন সেনা অবস্থানকে সামরিক শাসক অবৈধ বলেও ঘোষণা করে। 

এ বিষয়ে গতকাল (শুক্রবার) মার্কিন ম্যাগাজিন পলিটিকো এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি সপ্তাহে মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন আনুষ্ঠানিকভাবে নাইজার থেকে এক হাজার কম্ব্যাট সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে।

এরইমধ্যে রাশিয়ার সেনারা নাইজারে পৌঁছেছে এবং আমেরিকার সেনারা রাজধানীর নিয়ামির কাছে যে ঘাঁটিতে অবস্থান করেছিল সেখানে রুশ সেনারা অবস্থান নিয়েছে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, নাইজার থেকে সেনা প্রত্যাহারের পর সেসব সেনাকে আফ্রিকার কোনো দেশে মোতায়েন করা হবে।#

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

 

 

 

ট্যাগ