এপ্রিল ২৯, ২০২৪ ১৭:০৭ Asia/Dhaka
  • ব্রিটিশ সেনাবাহিনী
    ব্রিটিশ সেনাবাহিনী

ফিলিস্তিনের পপুলার ফ্রন্ট ফর দ্যা লিবারেশন অফ প্যালেস্টাইন সতর্ক করে বলেছে, যদি গাজা উপত্যকায় ব্রিটিশ সেনা মোতায়েন করা হয় তাহলে তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে।

সামা নিউজের তথ্য অনুসারে, পিএফএলপি এক বিবৃতিতে বলেছে, “গাজা উপত্যকার ভূমি অথবা উপকূল জুড়ে ব্রিটেন কিংবা যেকোনো দেশকে সেনা মোতায়নের ব্যাপারে সতর্ক করা হচ্ছে। গাজা উপত্যকায় ব্রিটিশ সেনা মোতায়েন করার পরিকল্পনা নেয়ার কারণ হচ্ছে তাদের উপনিবেশবাদী চিন্তা-ভাবনা এবং দখলদার ইসরাইলের নিরাপত্তা দেয়া। 

পিএফএলপি তাদের ওই বিবৃতিতে বলেছে, যেসব দেশ আমাদের জনগণকে সাহায্য করতে চায় তাদেরকে প্রথমে ইসরাইলি সেনাদের হামলা থামানোর জন্য চাপ সৃষ্টি করতে হবে, অবরোধ ভাঙতে হবে এবং  গাজার লোকজনের তত্বাবধানে সমগ্র গাজা উপত্যকায় ত্রাণ সামগ্রীর অবাধ প্রবেশাধিকার দিতে হবে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৯

 

 

 

ট্যাগ