মে ১৪, ২০২৪ ১৯:৪১ Asia/Dhaka
  • ইসরাইলি বন্দরে কামিকাজে ড্রোন দিয়ে হামলা
    ইসরাইলি বন্দরে কামিকাজে ড্রোন দিয়ে হামলা

ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের এইলাত বন্দরের একটি কৌশলগত লক্ষ্যবস্তুতে নতুন কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। 

ইরাকের সন্ত্রাস-বিরোধী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। পিএমইউ বলেছে, এইলাত বন্দরের একটি মৌলিক স্থাপনায় তারা হামলা চালাতে সক্ষম হয়েছে। 

বিবৃতিতে বলা হয়, দখলদার ইসরাইল অবরুদ্ধ গাজায় যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার বিরুদ্ধে অব্যাহত লড়াইয়ের অংশ হিসেবে এই ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া, গাজার ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতির অংশ হিসেবে এই হামলা চালানো হয়। পিএমইউ বলেছে, ইহুদিবাদী ইসরাইলের গুরুত্বপূর্ণ স্থাপনায় তাদের হামলা অব্যাহত থাকবে। 

ইরাকি প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের এইলাত বন্দরে হামলা চালানোর জন্য যে কামিকাজে ড্রোন ব্যবহার করেছে তার নাম আল-আরফাদ। পশ্চিম এশিয়া অঞ্চলে ইসরাইলি ও মার্কিন স্বার্থের বিরুদ্ধে অভিযান পরিচালনার ক্ষেত্রে আল-আরফাদ আত্মঘাতী ড্রোনের এটিই প্রথম প্রয়োগ। 

আরফাদ ড্রোন ইয়েমেনে অভ্যন্তরীণভাবে তৈরি উন্নতমানের এবং দূরপাল্লার সামাদ ড্রোনের মতো।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৪

 

ট্যাগ