ইসরাইলের আকাশে হিজবুল্লাহর ড্রোন যেন মৃত্যুর ফাঁদ
https://parstoday.ir/bn/news/west_asia-i143414-ইসরাইলের_আকাশে_হিজবুল্লাহর_ড্রোন_যেন_মৃত্যুর_ফাঁদ
পার্সটুডে-সংবাদ সূত্রগুলো ইসরাইলে হিজবুল্লাহর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়ে জানিয়েছে, ইহুদিবাদী শাসকগোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন ঠেকাতে অসহায় এবং ইহুদিবাদীদের একমাত্র কাজ হল সতর্কীকরণ সাইরেন বাজানো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৪, ২০২৪ ১৮:১৩ Asia/Dhaka
  • ইসরাইলের আকাশে হিজবুল্লাহর ড্রোন যেন মৃত্যুর ফাঁদ
    ইসরাইলের আকাশে হিজবুল্লাহর ড্রোন যেন মৃত্যুর ফাঁদ

পার্সটুডে-সংবাদ সূত্রগুলো ইসরাইলে হিজবুল্লাহর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়ে জানিয়েছে, ইহুদিবাদী শাসকগোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন ঠেকাতে অসহায় এবং ইহুদিবাদীদের একমাত্র কাজ হল সতর্কীকরণ সাইরেন বাজানো।

ইসরাইলে হিজবুল্লাহর অব্যাহত ড্রোন হামলা, ২১ ইহুদিবাদী সৈন্যের আহত হওয়া, লেবাননে ইসরাইলের আক্রমণের ধারাবাহিকতা, গাজার টিকা কেন্দ্রে ইসরাইলের হামলা এবং ইসরাইলে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলা গত ২৪ ঘন্টার অন্যতম গুরুত্বপূর্ণ খবর। গাজা ও লেবাননের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হলো।

হিজবুল্লাহর ড্রোন আটকাতে ইসরাইল সরকারের অক্ষমতা

ইসরাইল আর্মি রেডিও শনিবার জানিয়েছে, হিজবুল্লাহ ড্রোন পশ্চিম গ্যালিলের "আচিজিও মেলিওট" শিল্প এলাকায় একটি কারখানায় আঘাত করেছে। একটি হিজবুল্লাহ ড্রোন হাইফার রামাত ডেভিড এলাকায় ইসরাইলি বিমান বাহিনীর সামরিক ঘাঁটিতেও অনুপ্রবেশ করেছিল এবং ইসরাইলের সেনারা এই ড্রোনগুলোকে বাধা দিতে ব্যর্থ হয়েছে।

গত ২৪ ঘন্টার যুদ্ধে ২১ ইহুদিবাদী সৈন্য আহত হয়েছে

ইসরাইলি সেনাবাহিনী শনিবার রাতে স্বীকার করেছে যে গাজা উপত্যকার উত্তরে যুদ্ধে ইসরাইলের "গাফাতি" ব্রিগেডের দুই সৈন্য নিহত হয়েছে। .

এই রিপোর্ট অনুযায়ী, লেবানন এবং গাজা ফ্রন্টের যুদ্ধে ২১ ইসরাইলি সৈন্য আহত হয়েছে।

লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি সেনাদের হামলা অব্যাহত

রবিবার প্রথম দিকে, ইসরাইলি যুদ্ধবিমান উত্তর লেবাননের আকর এবং হরমেল এবং দক্ষিণ লেবাননের জোয়া ও অ্যাডলন শহরে হামলা চালিয়েছে। যার ফলে ৭১ জন বেসামরিক লোক নিহত এবং ১৬৯ জন আহত হয়েছে।

লেবাননে ইহুদিবাদী শাসকদের হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২ হাজার ৯৬৮ জন শহীদ হয়েছেন এবং ১৩ হাজার ৩১৯ জন আহত হয়েছেন।

গাজার পোলিও টিকা কেন্দ্রে ইসরাইলের বোমাবর্ষণ

শনিবার আনাতোলিয়া বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের ড্রোন গাজা শহরের শেখ রেজওয়ান পাড়ায় পোলিও টিকাদান কেন্দ্রে বোমাবর্ষণ করেছে, যার ফলে ৩ ফিলিস্তিনি শিশু আহত হয়েছে।

ইসরাইলে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলা

ইরাকের ইসলামি প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, ফিলিস্তিন ও লেবাননের জনগণের প্রতি সমর্থন জানিয়ে তারা ইসরাইলে চারটি পৃথক ড্রোন চালিয়েছে। উম্মুল রাশরাশ বন্দরে ৪টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে তারা ড্রোন হামলা চালিয়েছে।

অধিকৃত অঞ্চলের দক্ষিণে এসব ড্রোনের সফল উড্ডয়নের ভিডিও প্রকাশ করেছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।