কাস্পিয়ান সাগর ইরানের কাছে পারস্য উপসাগরের মতোই গুরুত্বপূর্ণ
-
• কাস্পিয়ান তীরবর্তী দেশগুলোর গভর্নরদের বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন যে কাস্পিয়ান সাগর উপকূলীয় দেশগুলির সাথে বহুপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ এবং এই অঞ্চলের অর্থনৈতিক, জ্বালানি এবং পর্যটন সক্ষমতা ব্যবহার করা ইরানের পররাষ্ট্র নীতির প্রধান অগ্রাধিকারযোগ্য বিষয়।
উত্তর ইরানের গিলান প্রদেশের রাজধানী রাশত শহরে কাস্পিয়ান সাগরের উপকূলীয় দেশগুলির গভর্নরদের প্রথম বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি কাস্পিয়ান অববাহিকাকে পারস্য উপসাগরের মতোই গুরুত্বপূর্ণ বলে মনে করেন এবং বলেন: এই অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এবং উপকূলীয় দেশগুলি তাদের অভিন্ন স্বার্থ ও উদ্বেগ উপলব্ধি করে বহু বছর ধরে একে অপরকে সহযোগিতা করে আসছে। IRNA-এর বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আরাকচি ইরানের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক ও সহযোগিতাকে অগ্রাধিকার দেয়ার উপর জোর দিয়ে বলেন: "প্রতিবেশীদের সাথে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং নিরাপত্তা সম্পর্ক সম্প্রসারণের একটি বিস্তৃত পরিকল্পনা রয়েছে এবং এ লক্ষ্যে ইরান কাজ করছে।"
ইরানের উত্তরাঞ্চলীয় প্রদেশ গিলান, মাজান্দারান এবং গোলেস্তানের করিডোর, ট্রানজিট রুট এবং পর্যটন সক্ষমতার কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন যে এই অঞ্চলগুলিও ক্যাস্পিয়ান সাগরের দেশগুলির জন্য পর্যটন কেন্দ্র হয়ে উঠবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী তেহরান-মস্কো সম্পর্ককে কৌশলগত বলে অভিহিত করেছেন এবং ইরান ও রাশিয়ার মধ্যে ২০ বছরের দীর্ঘমেয়াদী সহযোগিতা চুক্তির কথা উল্লেখ করে, ক্যাস্পিয়ান সাগরের দেশগুলিতে ইরানি কর্মকর্তাদের সাম্প্রতিক এবং ভবিষ্যতের সফরকে রাজনৈতিক ও অর্থনৈতিক মিথস্ক্রিয়ার পরিচায়ক বলে মনে করেন।
"ক্যাস্পিয়ান, বন্ধুত্ব এবং আঞ্চলিক উন্নয়নের সেতুবন্ধন" স্লোগান নিয়ে মঙ্গলবার রাশত শহরে ইরানি পাঁচটি প্রদেশের প্রতিনিধিদলের অংশগ্রহণে ক্যাস্পিয়ান সাগরের নয়টি দেশের প্রদেশগুলির গভর্নরদের প্রথম বৈঠক শুরু হয়েছে।
দুই দিনের এই শীর্ষ সম্মেলনে রাশিয়া, আজারবাইজান, কাজাখস্তান এবং তুর্কমেনিস্তানের প্রতিনিধিদের পাশাপাশি ঊর্ধ্বতন অর্থনৈতিক, বাণিজ্য এবং পরিবেশগত কর্মকর্তারা যোগ দিচ্ছেন।#
পার্সটুডে/এমআরএইচ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।