ট্রাইব্যুনালের রায়কে প্রত্যাখ্যান করল শেখ হাসিনা ও আওয়ামী লীগ
https://parstoday.ir/bn/news/event-i154130-ট্রাইব্যুনালের_রায়কে_প্রত্যাখ্যান_করল_শেখ_হাসিনা_ও_আওয়ামী_লীগ
ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে 'পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলে নিন্দা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রায়ের পর প্রকাশিত পাঁচ পৃষ্ঠার বিবৃতিতে তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য হলো আওয়ামী লীগকে দুর্বল করা এবং তাকে রাজনৈতিকভাবে নিস্ক্রিয় করতে 'মৃত্যুদণ্ড দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া'।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ১৭, ২০২৫ ১৬:৪৩ Asia/Dhaka
  • শেখ হাসিনা
    শেখ হাসিনা

ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে 'পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলে নিন্দা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রায়ের পর প্রকাশিত পাঁচ পৃষ্ঠার বিবৃতিতে তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য হলো আওয়ামী লীগকে দুর্বল করা এবং তাকে রাজনৈতিকভাবে নিস্ক্রিয় করতে 'মৃত্যুদণ্ড দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া'।

আজ (সোমবার) বিকেলে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেয়া হয়।

ভারতে অবস্থানরত শেখ হাসিনা এই বিচারকে 'প্রহসন' হিসেবে আখ্যায়িত করে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি উল্লেখ করেন, “ন্যায্যভাবে অভিযোগ পরীক্ষা হয় এমন ট্রাইব্যুনালে আমি অভিযোগকারীদের মুখোমুখি হতে ভয় পাই না।” একই সঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ করে বলেন, চাইলে এই অভিযোগগুলো আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যেতে পারে।

হাসিনা তার 'মানবাধিকার ও উন্নয়ন সংক্রান্ত রেকর্ড' নিয়েও গর্ব প্রকাশ করেন।

অন্যদিকে, সরকারি নির্দেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগও ট্রাইব্যুনালের রায় প্রত্যাখ্যান করেছে। দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এক ভিডিও বার্তায় বলেন, “আজ যে রায় ঘোষণা করেছে এ রায় বাংলার জনগণ প্রত্যাখ্যান করে। বাংলার জনগণ এ রায় মানে না, মানবে না।” তিনি অভিযোগ করেন, মামলাটি অস্বাভাবিক দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করা হয়েছে এবং আদালতটি 'অবৈধ'।

নানক আরও বলেন, “৮৪ জন সাক্ষীর কথা থাকলেও মাত্র ৫৪ জনকে হাজির করা হয়েছে এবং মাত্র ২০ দিন আদালত চলেছে। প্রধান বিচারকও এক মাস অনুপস্থিত ছিলেন।” তার দাবি, 'প্রতিশোধের লক্ষ্য নিয়ে' এই রায় দেওয়া হয়েছে। তিনি আরও ঘোষণা দেন, রায়ের প্রতিবাদে সারা দেশে সকাল-সন্ধ্যা শাটডাউন পালন করা হবে এবং 'অচিরেই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।'

এদিকে, আওয়ামী লীগের মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে বলেন, রায়টি ছিল 'পূর্বনির্ধারিত' এবং 'বিচারের আগেই ঠিক করা'। তার দাবি, ট্রাইব্যুনালে রায় ঘোষণার পুরো প্রক্রিয়া ছিল 'সতর্কতার সাথে সাজানো ও মঞ্চস্থ'।

আজ দুপুর ১২টা ৩৪ মিনিটে রায় পড়া শুরু হয়। পৌনে তিনটা পর্যন্ত রায়ের সার সংক্ষিপ্ত অংশ পড়েন বিচারক। পরে রায় ঘোষণা করেন।

রায়ে আদালত বলেছে, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধ করেছেন। একইসঙ্গে আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মিলেছে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করেছেন, মামুনের অপরাধের সাজা সর্বোচ্চ হলেও সত্য উন্মোচন করায় তার সাজা কম হবে।

গণহত্যার দায়ে সরকারের সর্বোচ্চ পদধারী ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের ইতিহাসে এটিই প্রথম বিচারের রায়। হাসিনার মামলার রায় বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টেলিভিশনগুলোতে সরাসরি সম্প্রচারিত হয়। এছাড়া রাজধানীর মোড়ে মোড়ে বড় পর্দায় বিচার কার্যক্রম দেখানো হয়।#

পার্সটুডে/এমএআর/১৭