ইসরায়েলকে গণহত্যাকারী হিসেবে ঘোষণার দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
https://parstoday.ir/bn/news/event-i154164-ইসরায়েলকে_গণহত্যাকারী_হিসেবে_ঘোষণার_দাবিতে_মার্কিন_কংগ্রেসে_প্রস্তাব
গাজায় ইসরায়েলি গণহত্যাকে কংগ্রেসে স্বীকৃতির জন্য প্রস্তাবনা এনেছেন ফিলিস্তিন বংশোদ্ভূত মার্কিন আইনপ্রণেতা রাশিদা তায়েব। গত শুক্রবার উপস্থাপন করা তার এই প্রস্তাবনায় সমর্থন দিয়েছেন আরও ২০ ডেমোক্র্যাট আইনপ্রণেতা।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ১৭, ২০২৫ ২১:১৮ Asia/Dhaka
  • ইসরায়েলকে গণহত্যাকারী হিসেবে ঘোষণার দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

গাজায় ইসরায়েলি গণহত্যাকে কংগ্রেসে স্বীকৃতির জন্য প্রস্তাবনা এনেছেন ফিলিস্তিন বংশোদ্ভূত মার্কিন আইনপ্রণেতা রাশিদা তায়েব। গত শুক্রবার উপস্থাপন করা তার এই প্রস্তাবনায় সমর্থন দিয়েছেন আরও ২০ ডেমোক্র্যাট আইনপ্রণেতা।

ডেমোক্র্যাট আইনপ্রণেতারা ছাড়াও রিপাবলিকান আইনপ্রণেতা মারজোরি টেইলর গ্রিন ও স্বতন্ত্র আইনপ্রণেতা বার্নি স্যান্ডার্স ইহুদিবাদী ইসরায়েলকে গণহত্যার অভিযোগ অভিযুক্ত করেছেন।

এতে আরও বলা হয়, প্রগতিশীল আইনপ্রণেতা আলেক্সান্ড্রিয়া ওকাসিও-কর্টেজ, সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী রো খান্না ও আলোচিত জেন-জি আইনপ্রণেতা ম্যাক্সওয়েল আলেজান্দ্রো ফ্রস্ট ইসরায়েলি গণহত্যার স্বীকৃতি-প্রস্তাবনায় সমর্থন দিয়েছেন।

প্রস্তাবনাটি পাস হলে তা গাজায় ইসরায়েলি গণহত্যার বিষয়টি যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিক স্বীকৃতি পাবে। এর ফলে ইসরায়েলে মার্কিন অস্ত্রের চালান বন্ধের ব্যবস্থাও করা যাবে। এসব অস্ত্র গাজা গণহত্যায় ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত ও যথাযথ ব্যবস্থার পাশাপাশি ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কথাও প্রস্তাবে বলা হয়েছে।

ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র ও সামরিক সহায়তা দেওয়া দেশ যুক্তরাষ্ট্র। প্রায় দুই বছর ধরে চলা গাজা যুদ্ধে ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ৬৯ হাজারের বেশি মানুষ। তাদের অধিকাংশ শিশু ও নারী। ইসরায়েলের ক্রমাগত হামলায় পুরো উপত্যকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। মার্কিন সমর্থনেই এসব ঘটেছে।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।